কিছুটা ঘুম উপহার হিসেবে চাইছি।
দেবে আমায়?
সাথে খানিকটা প্রশান্তিও দিও না হয়,
আমার কাছে যে এর বড্ড অভাব!
এর বদলে আমি তোমার স্বপ্নে রোজ ধরা দেব,
তোমার আমার রূপকথার রাজ্য গড়ব।
__বিনিময়।
__নাফিসা রায়হান।
………………..
……………………………………
আমাদের—
একটা ঠিকানা থাকুক,
শুভ রাত্রি বলে চলে যাবার পরেও
ঘুম না এলে যেখানে ফিরে আসা যাবে।
আমাদের—
একটা ঠিকানা থাকুক,
ভালো থেকো বলে চলে গেলেও
ভালো না থাকতে পেরে যেখানে এসে
ভালোবাসি বলা যাবে।
আমাদের—
একটা ঠিকানা থাকুক,
ভুলে যাব বলেও ভুলতে না পেরে
যে ঠিকানা মনে রাখা হবে।
কবিতা : একটা ঠিকানা থাকুক
© সালমান হাবীব
………………..
………………………………
তোমার ডার্কসার্কেল দেখে বলে দিতে পারি
সারারাত তোমার ঘুম হয়নি!
এলোমেলো চুল,পাঞ্জাবির দুটো বোতাম ছেঁড়া!
বলে দিতে পারি তুমি অন্যমনস্ক,
মাথাভর্তি অন্য কেউ!
তোমার পিরিচে চুমুক দিয়ে চা খাওয়ার অভ্যেস,
মাঝরাতে ঘুম ভাঙলে আকাশ দেখো,
এসব কেবল আমিই জানি।
আমি জানি,তোমার নখাগ্রে জমা ভালোবাসা কাউকে আঁচড় কাটেনা,
কাউকে গিলে খায়না তোমার কথার তীব্র আস্বাদ;
তুমি কেবল ধীরে বয়ে চলা নদী,
কখনো গিয়ে ধমকে দাঁড়াও না।
অথচ দেখো,
আমার সময় থমকে আছে তোমার দুশো টাকার নষ্ট ঘড়িতে!
©তাকিয়া আফরোজ লিমা