উত্তম ও অধম
মূল: শেখ সাদী
ভাষান্তর : সত্যেন্দ্রনাথ দত্ত
রূপান্তর : Imtiaz Mahmud – ইমতিয়াজ মাহমুদ
.
মানুষ আসিয়া এমন লাথি
দিল কুকুরের গায়
লাথির আঘাতে পাঁজরের হাড়
ভেঙে গেল তার প্রায়।
.
ফুটপাতে শুয়ে রাত্রে বেচারা
বিষম ব্যথায় জাগে,
ছানাটি তাহার তারি সাথে হায়
জাগে শিয়রের আগে।
.
বাপেরে সে বলে ভর্ৎসনা ছলে
কুকুরের সেই ছাও
তুমি কেন বাবা, ছেড়ে দিলে তারে
তোমার কি নেই পাও?
.
কষ্টে হাসিয়া আর্ত কহিল
তুই রে হাসালি মোরে,
পাও আছে বলে মানুষের গায়ে
লাথি দি’ কেমন করে?
.
মানুষের কাজ মানুষ করেছে
লাথি দিয়েছে এ গায়,
তা বলে মানুষে লাইত্থানো কি
কুকুরের শোভা পায়?