
- ক্রাশ নিয়ে স্ট্যাটাস
- ভালোবাসার কষ্টের স্ট্যাটাস।
- ভালোবাসার ইমোশনাল স্ট্যাটাস।
- প্রেমে পড়ার স্ট্যাটাস।
- মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস।
১.ক্রাশ নিয়ে স্ট্যাটাস
একবার প্রেমে পড়েছিলাম আমি। হায় রে, কি প্রেম! মজনূর প্রেম আমার প্রেমের কাছে কিছুই না। ঐ মেয়ে যে রিকশায় করে আসতো, আমার মনে হতো – রিকশাওয়ালার কি সৌভাগ্য! এক একবার ইচ্ছে করতো, রিকশাওয়ালাকেই কোলে নিয়ে হাঁটাহাঁটি করি।”
__হুমায়ূন আহমেদ (ছায়াবীথি)।
২.ভালোবাসার কষ্টের স্ট্যাটাস
প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।
হয় নাকি !
___জীবনানন্দ দাশ
…..
****গাছের শেকড় পচে গেলে প্রথমে কে জানে, শেকড় না মাটি?
সবচেয়ে দূরের ডালটিতে বসে ভেবে মরছে—সবুজ পাতাটি।
*****মানুষের হার্ট এর দাম ১.৪ মিলিয়ন ডলার, আর আমি তোরে মাগনা দিসিলাম!
৩.ভালোবাসার ইমোশনাল স্ট্যাটাস
সম্পর্কের শুরুর দিকের সময়টা সুন্দর। মানুষ আজন্ম সেই শুরুর সময়টার প্রেমে পড়ে থাকে। একজনকে বলেছিলাম- জীবনে এত দুঃখ কষ্ট, মনোমালিন্য, টানাপোড়েন এসব নিয়েও মানুষ কেবল পরিচয়ের শুরুর সময়টার স্মৃতি ও মুগ্ধতার কথা মনে করে একটা আস্ত জীবন কাটিয়ে দিতে পারে।
কথাটা বলেই কিছুক্ষন ভাবলাম। তখন মনে হলো- শুরুর দিকের সময়টা মূলত একটা মিথ। বাকি জীবনের সাথে এই শুরুর জীবনের তেমন কোন মিল থাকেনা।
আমার হুট করে মনে হলো- সম্পর্কের শুরুর দিকে প্রেম ও কামের সমন্বয়ে যে কথোপকথন হয়। যে নৈকট্য পাওয়ার আগ্রহ জন্মায়; এসব খুবই সাময়িক। এই ব্যাপারগুলোতে ভাল লাগা আছে। তবে এরচেয়েও ভয়ংকর ভাললাগার ব্যাপারটা হয় সম্পর্কের মাঝামাঝিতে এসে।
সম্পর্কে মাঝামাঝিতে- কেউই হয়তো কারো প্রশংসা করছেনা। কেউই বলছেনা- তোমার চোখ সুন্দর। দুজনের কেউই একজন অন্যজনকে অনেক সময় নিয়ে আলিঙ্গন করার কথা ভাবছেনা। প্রেম নেই। কাম নেই। যেন, সম্পর্ক খুব স্বাভাবিক হয়ে যায়।
এই সময়টা আমার ভাল লাগে। দুজন মানুষ কাম ও প্রেমের বাইরে জীবনের নানান বিষয় নিয়ে কথা বলছে। কি দারুন!
প্রয়োজন নেই, তবুও ঘন্টার পর ঘন্টা বলে যাচ্ছে- এই জানো, আজ দোকানে চা খাওয়ার সময় যে বিস্কিটটা নিয়েছিলাম, তা অর্ধেক চায়ে ডুবাতেই টুপ করে কাপে পড়ে গেলো।
কোন প্রয়োজন নেই, তবু বললো- চুলের যে কাটাটা সেদিন কিনলাম, ওটা খুঁজে পাচ্ছিনা। এত্ত মন খারাপ লাগতেছে।
আহামরি কিছু নয়, তবু বললো- আজ বাংলাদেশ খেলায় জিতলে, তোমাকে গুলিস্তানের জ্যাম দেখাতে নিয়ে যাবো।
এই যে কেবল কাম ও প্রেমের বাইরের যাবতীয় বিষয় নিয়ে কথা বলার যে অভ্যাস- এটুকু থেকেই মানুষ মূলত বের হতে পারেনা।
যখন সম্পর্কটা থাকেনা; মানুষ তখন অভ্যাসটাকে মিস করে।
“যত্ন করে রাঁধা তরকারিতে লবন বেশি হয়েছে” এই অপ্রয়োজনীয় কথাটা তাকে না বলতে পারার দুঃখ অনেক।
“জ্বরের সময় মুখ তিতা হয়ে আছে” এটুকু বলতে না পারার আফসোস অনেক।
“কোন আত্মীয় খোঁচা দিয়ে কথা বলেছে” এটুকু জানাতে না পারার যন্ত্রণা আছে।
সম্পর্কের যে স্তরটাকে আমরা প্রেম ভাবি, তা আসলে প্রেম নয়। যেটুকু স্বাভাবিক অভ্যাস, সেটুকুই প্রেম।
আমি বহুবার-
মানুষ ছেড়ে বের হয়ে গেছি; অভ্যাস খুব পোড়ায়। বের হতে পারিনা।
৪.মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস
বৃষ্টি সেতো ঘরে বসেই সুন্দর,
বাইরে বের হলেই ভয়ংকর।
বৃষ্টি সেতো অভিমানী মেঘের কান্না,
পথের মানুষরা করজোড়ে বলে অনেক হয়েছে আর না।
~ অভিজিৎ চৌধুরী
৫.প্রেমে পড়ার স্ট্যাটাস
রেইনকোট কেনার পর থেকে বৃষ্টি হলে ভালো লাগে।
বৃষ্টি না হলে লস প্রজেক্ট লস প্রজেক্ট ফিল আসে।
মনটা খারাপ লাগে।
মনে হয়,”ইস,একটু বৃষ্টি হলে কি হয়!!”
রাস্তায় নামলেই ভাবি,”এখন যদি একটু বৃষ্টি হত!!”
এটা কি স্বাভাবিক ??