আমি ভীষণ একলা থাকা মানুষ
আমি ভীষণ আমার ভেতর থাকি।
যত্ন করে খুব খেয়ালে রোজ
আমি’টাকে আমার ভেতর রাখি।
আমি ভীষণ অভিমানের মেঘ
আমি ভীষণ ক্লান্ত একা ভোর।
কষ্টগুলো রোজ জমিয়ে ভাবি
সুখগুলো সব থাকুক না হয় তোর।
আমি ভীষণ মন খারাপের দিন
আমি ভীষণ কান্না মাখা রোদ।
অশ্রুগুলো বর্ষা জলে ভাসাই
ঋণগুলো সব না হয় হল শোধ।
আমি ভীষণ স্মৃতির খেরোখাতা
মলাট জুড়ে হাজার আঁকিবুঁকি।
আমি ভীষণ একলা থাকা মানুষ
‘আমি’টাকে আমার ভেতর রুখি।
~ সাদাত হোসাইন