১.না পাওয়ার কষ্টের কবিতা
কবিতা – পেলাম না
পেলাম না, পেলাম না
দু:খ করে লাভ কি ?
না পাওয়ার দু:খ আছে
ছড়িয়ে ছিটিয়ে জগত্ব্যাপী।
চাঁদ বলে দু:খ আমার
আলো আমার নয়তো নিজের।
সূর্যের আলো ধার করে
জোৎস্না ছড়াই , বড়াই কিসের ?
নদী বলে দু:খ আমার
পানি আমার নয়তো নিজের।
পাহাড় পর্বত মেঘ ঝর্নার
বহন করি , বড়াই কিসের ?
রংধনু বলে দু:খ আমার
সাতটি রঙ তো নয়তো নিজের।
সূর্যের রঙ ধার করে
রঙ ছড়াই , বড়াই কিসের ?
পেলাম না , পেলাম না
দু:খ করে লাভ কি ?
দু:খের মাঝে সুখ খুঁজে নিলে
জীবনে হবে মধুর সবই।
মো: রহমান শাহীন
২.পাওয়া না পাওয়ার উক্তি
গণিত বুঝি না প্রিয়,
বুঝি না জটলা পাকা সমীকরণ।
শুধু বুঝি!
মন খারাপের সহজ সমাধান তুই,
থেকে যা না আর কিছুক্ষণ।
~ অভিজিৎ চৌধুরী
৩.পাওয়া না পাওয়ার কবিতা
ক্লান্ত আমি একলা ঘরে,
তোমার জন্য স্বপ্ন বুনি।
অনুভবে তোমায় রেখে,
মেঘ কুড়িয়ে বৃষ্টি কিনি।
~ অভিজিৎ চৌধুরী
৪.না পাওয়ার কষ্টের স্ট্যাটাস
আমি মানুষটা বড্ড চুপচাপ কথায়,
তবে তোমার জন্য বকবক করি অযথায়।
আমি মানুষটা খানিকটা করি পাগলামী‚
হারিয়ে গেলে চোখটা তোমারও ভিজবে জানি।
~ অভিজিৎ চৌধুরী
৫.একলা পথ চলা কবিতা
আমি কিছুটা পথ হাঁটছি একলা,
মনে নিয়ে তোর কথা।
না জানি কখন ফুরোবে এই পথ,
ঘুচে যাবে এই ব্যথা।
আমি কিছুটা গল্প লিখছি একলা,
যার পুরোটা জুড়ে শুধু তোর কথা।
তুই কি আসবি ফিরে শেষটা লিখতে,
নাকি ভারী হবে স্মৃতির পাতা।
আমি কিছুটা স্মৃতি মুড়িয়ে অনুভূতি,
টাঙিয়েছি হৃদয়ের দেয়ালে।
তুই আসিস ফিরে ছুঁইয়ে দিস আমায়,
অবুঝ মনের খেয়ালে।
আমি কিছুটা ভালো একাই বেসে যাই,
শুধু তোকে আগলে রাখবো বলে।
তুই গেলি কোথায় আমি হাতরে যাই,
পাই না তোকে হাত বাড়ালে।
আমি কিছুটা বোকা লাগে যখন একা,
খুঁজি তোকে এই শহরে।
তুই কিছুটা জেদি বেশ আমি মানি,
লুকিয়েছিস ইচ্ছে করে।
আমি কিছুটা অভিমান জমিয়েছি,
তোর ডাক নামে বুকের বা পাশে।
তুই ফিরে আয় এইবার তোর ঠিকানায়,
চাই তোকে পরিশেষে।
~ চাই তোকে পরিশেষে
~ অভিজিৎ চৌধুরী