- হারিয়ে যাওয়া ভালোবাসা কবিতা
- নিজেকে হারিয়ে ফেলার কবিতা
- হঠাৎ হারিয়ে যাওয়া
- হারিয়ে যাওয়া নিয়ে স্ট্যাটাস
- সম্পর্ক নষ্ট নিয়ে উক্তি
১.হারিয়ে যাওয়া ভালোবাসা কবিতা
ভালোবাসা! তুমি হারাওনি! হারিয়েছে ভালোবাসার মানুষটা। নির্মমভাবে আহত হৃদয়টা মাঝে মাঝে তাকে ভেবে কেঁদে ওঠে। বিশ্বাস ভেঙে হারিয়ে যাওয়া মানুষটার শত আবদার পূরণের তাগিদ ক্রমশই জীবন্ত লাশ টাকে দুমড়ে-মুচড়ে দিয়ে যায়।
ভালোবাসা! তুমি শতরুপে এসেছো আমার কাছে। কখনো রাগে, কখনো অনুরাগে।কখন অভিমানে, কখনো অভিযোগে।তবু আমি শতরুপে তোমায় চেয়েছি। ভালোবাসা সত্যি আমি তোমায় ভালোবেসেছি।
ভালোবাসা! আমি পড়ন্ত বিকেলের শেষ সূর্যটাকে টগবগে চোখে অপলকে দেখি। রক্তিম সূর্যটা কতটা অসহায় হয়ে নিস্তব্ধতা ডুবে যায় আমি দেখেছি। রাত্রি ঘনিয়ে আসে আলোময় পৃথিবী আঁধারে ঢেকে যায়। ভালোবাসা! কোন কিছুই তো চিরস্থায়ী নয়! কালের পরিবর্তনে সময়ের প্রয়োজনে হারিয়ে যায়। তেমনি ভালোবাসার মানুষটাও হারিয়ে যায়। তবু মানুষের জীবনে ভালোবাসা থেকে যায়।
—-তবু মানুষের জীবনে ভালোবাসা থেকে যায়।
—পারভীন ইসলাম।
2.নিজেকে হারিয়ে ফেলার কবিতা
আমিও ঝরে যাবো,
শুকনো পাতার মতো মিশে যাবো
একদিন ধুলোর আস্তরনে।
ভুলে যাবো তোমাকে দেখার সুখ।
তুমিও ভুলে যাবে,
তোমার চোখের পাতায়
ঝাপসা হবে আমার অস্তিত্ব।
মেঘ ভেসে যাবে,
এক বুক মায়া নিয়ে আমার মতো
পাখিরাও দিক হারাবে।
আর ফেরা হবেনা মমতার ছাঁনা রেখে
ভুলে যাওয়া নীড়ে।
প্রাচীন দালানের মতো
আমিও ক্ষয়ে যাবো মাটির নিচে।
প্রত্নতাত্ত্বিক হয়ে কোনোদিন যদি
আমায় খোঁজো,
পাবে শুধু বীভৎস কঙ্কাল।
নিয়ম করে ভোর হবে, বিকেলের সূর্য
লাল পেড়ে আঁচলে লুকাবে মুখ।
নিয়মের পৃথিবীতে একদিন
আমি হবো অলিখিত
হারিয়ে যাওয়া ইতিহাস।
সত্যের মুখোমুখি দাঁড়িয়ে
তোমাদের চোখের আড়াল হবো।
সন্ধ্যার বাঁশ ঝাড়ে,
শালিক এর সংসারে
তর্কে মুখর থাকবে তখনও।
নতুন দিনে চাপা পড়ে যাবে
আমার অনেক সোনালী দিনের হাসি।
আমার অবর্তমানেও বসবে
ক্লান্তি ভুলে আলাপের সন্ধ্যা।
আমি আর ফিরবনা ভেবে,
প্রিয় মানুষও স্মৃতি মুছে দেবে
প্রয়োজন নেই বলে।
শরিরের দীর্ঘ বসত শেষে আমি
খুব একা ঘুমিয়ে রবো।
এভাবেই মুখের গল্প থেকে
হারিয়ে যাবো, আমি হবো অতীত।
এক ঝাঁক উড়ে যাওয়া পাখির
একটা পালক খোষে গেলে
কে রাখে তার খোঁজ।
“খুঁজে পাবে কঙ্কাল”
©জুবায়ের আহমেদ শাওন।
3.হঠাৎ হারিয়ে যাওয়া
হারিয়ে যাওয়া প্রিয়গুলোকে
চাইলেও নাকি কখনো কখনো
খুঁজে পাওয়া যায়! তবে
যে স্ব-ইচ্ছায় হারিয়ে যায় তাকে
খুঁজে পাওয়া দুষ্কর প্রায়।
——————/বিন্তি ~
৪.হঠাৎ হারিয়ে যাওয়া
আমি ক্রমশ শূন্যে হারিয়ে যাওয়া ছোট্ট নক্ষত্র
প্রতিনিয়ত তলিয়ে যাচ্ছি অন্ধকারে,,
আলো খুজে ফিরি তবু পাই না দেখা,
নিজের মাঝে নিজেকে নিয়ে তাই বসে থাকি একা।
–রুদ্র কিশোর
৫.হারিয়ে যাওয়া নিয়ে স্ট্যাটাস
ভিরের মাঝ থেকে কেউ একজন হারিয়ে গেলে,
কেউ তার খবর রাখে না।
তার শূন্যতাও অনুভব করে না কেউ কখনো।
শুধু হারিয়ে যাওয়া মানুষটাই জানে,
তার সব হারানোর গল্প…
____আয়শা
৬.সম্পর্ক নষ্ট নিয়ে উক্তি
কিছু জিনিস মনে রাখতে নেই।
হারিয়ে যাওয়া কাঠের পুতুল, সাপে গেলা লুডুর দুপুর
বাবার বন্ধুর নোংরা ছোঁয়া, নষ্ট হওয়া শৈশবপুর,
মনে রাখতে নেই।
কিছু জিনিস মনে রাখতে নেই।
লাল জুতো আর খয়েরী ফ্রক ছোট্ট বোনই নিক
অংক স্যারের চোখের ভাষার কু লুকোনো ঠিক বেঠিক,
মনে রাখতে নেই।
কিছু জিনিস মনে রাখতে নেই।
চুরি যাওয়া রংপেন্সিল, আঁকার খাতা, আলুকাবলি
মোড়ের বখাটে ছেলের বিচ্ছিরি সব গানের কলি
মনে রাখতে নেই।
কিছু জিনিস মনে রাখতে নেই।
কলাবৌ, সারেঙবৌ, বছর শেষের চড়ুইভাতি
প্রেমিক পুরুষ প্রতারক সব, নিভিয়ে দেওয়া প্রণয়বাতি
মনে রাখতে নেই।
কিছু জিনিস মনে রাখতে নেই।
উই-য়ে খাওয়া চর্যাপদ, ছাগল মোড়ানো গন্ধরাজ
“নুরুল হুদা একদা ভালোবেসেছিল” এসব আজ
মনে রাখতে নেই।
কিছু জিনিস মনে রাখতে নেই।
বেল্টের দাগে ক্ষতভরা পিঠ, সারাদিনের কলুর বলদ
মেয়ে হওয়াটা আজন্ম পাপ, আমাদের যে জন্মেই গলদ!
মনে রাখতে নেই।
কিছু জিনিস মনে রাখতে নেই || মৌমিতা তাসরিন প্রত্যয়