গত কয়েক হাজার বছর ধরে মানুষ পৃথিবীতে যুদ্ধ ছাড়া আর কিছুই অতটা সিরিয়াসলি করে নাই।
মহাভারত আর রামায়ন মূলত যুদ্ধের গল্প। কোরআন বাইবেলের বহু আয়াতে আছে যুদ্ধের বর্ণনা।
গিলগামেশ, ইলিয়াড, ওডিসিসহ ক্লাসিক সব মহাকাব্যও আদতে যুদ্ধেরই কীর্তন। আপনি অতীত থেকে বর্তমান সময়ে এসে দেখবেন যে, এখানে দুইশটির মতো দেশ আছে। আর ঐ দুইশটি দেশের আছে যার যার নিজস্ব ইতিহাস। আপনি দেখবেন, সেই সব ইতিহাস বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় রক্ত। আর তাদের বর্তমান দাঁড়িয়ে আছে রক্তাক্ত সেই পৃষ্ঠার উপরে।
যুদ্ধের হাত থেকে বাঁচার জন্য আপনি বর্তমান থেকে পালিয়ে ভবিষ্যতের পৃথিবীতে যাবেন। দেখবেন, সেখানে যুদ্ধ করছে মানুষ আর রোবট। মানুষ আর এলিয়েন।
যুদ্ধ ছাড়া আসলে মানুষের কোথাও যাওয়ার জায়গা নাই। অতীতে, বর্তমানে কিংবা ভবিষ্যতে।