কবিতা- কোন এক বিবাহিতার প্রতি
জানি, তুমি অন্য কারও স্ত্রী ;
অন্য কারও নারী
তবুও ঐ চোখের গভীরে
ডুব দিতে সাধ জাগে,
সাধ জাগে ঐ হৃদয়ের ঝরনায়
অবগাহন করি।
তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দিতে হয়।
তোমার সিঁথিতে অন্য কারো
কবিতার শিরোনাম।
শরীর জুড়ে পরস্ত্রীর নামক
গল্পের পাণ্ডুলিপি।
জানি, তুমি অন্য কারও নারী ;
অন্য কারও স্ত্রী।
তবুও তোমাকে দেখা মাত্রই
হৃদয়ে তুমুল রক্তক্ষরণ ;
হৃৎস্পন্দনের ধ্বনিতে আস্ত পাহাড় নড়ে ওঠে।
একঝাঁক অনুভূতি,
অতিথি পাখির মত আগমন করে ;
বসন্তবৌরিদের ঠোঁট ছুঁতে চায় ভালোবাসা।
আর আমি ভুলে যেতে চাই তুমি বিবাহিতা ;
তুমি অন্য কারুর নারী, অন্য কারও ভালোবাসা!
S.I ZITU