
প্রেমের কবিতার বই পিকচার
- গভীর প্রেমের কবিতা।
- অসম্ভব সুন্দর প্রেমের কবিতা।
- আধুনিক প্রেমের কবিতা।
- প্রথম প্রেমের কবিতা।
- না বলা প্রেমের কবিতা।
১. গভীর প্রেমের কবিতা
একবার প্রেমে পড়েছিলাম আমি। হায় রে, কি প্রেম! মজনূর প্রেম আমার প্রেমের কাছে কিছুই না। ঐ মেয়ে যে রিকশায় করে আসতো, আমার মনে হতো – রিকশাওয়ালার কি সৌভাগ্য! এক একবার ইচ্ছে করতো, রিকশাওয়ালাকেই কোলে নিয়ে হাঁটাহাঁটি করি।”
__হুমায়ূন আহমেদ (ছায়াবীথি)
…………………….
এতকাল জীবনটা কাটিল উপগ্রহের মত।
যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি, না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার, না পাইলাম দুরে যাইবার অনুমতি।
___শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
……
চোখে এক কণা বালি পড়লেই যদি চোখ এতো জ্বালা করে,
চোখে যার চোখ পড়ে তার যন্ত্রণা বুঝি অনুভূতির বাইরে।
___কাজী নজরুল ইসলাম
শিউলিমালা

…….
শহর ঘুমিয়ে গেলে জেগে থাকে যে চোখ ;
সেই চোখ জানে ভালোবাসা কত ভয়ানক অসুখ।
____মুহাম্মদ : রাকিব
…………
সহস্র মানুষের ভীড়ে,
তোকে নিয়েছিলাম খুঁজে।
আজ আমি বড্ড অচেনা,
তোরই লিখা কাগজে।
ফিরে আয় মন,
লাগছে একলা ভীষণ।
এই এক অসহ্য জ্বালাতন,
তোকে যে বড্ড প্রয়োজন।
~ মন
~ অভিজিৎ চৌধুরী

১. গভীর প্রেমের কবিতা ভালোবাসি
ভুল করে হোক, আর না বুঝে হোক
মাঝেমাঝে বোলো ভালোবাসি
ইচ্ছেই হোক, আর অনিচ্ছেই হোক
বেলায় হোক, আর অবেলায় হোক
বোলো ভালোবাসি
এমনকি খুনসুটি করে হলেও বোলো ভালোবাসি।।
মাঝেমাঝে লোডশেডিং হোক
ঝুপ্ করে সন্ধ্যা নামুক
পুরো শহর জুড়ে আঁধার নেমে আসুক
কোন সমস্যা নেই
জোনাকির মায়াবী আলোয় তোমাকে খুঁজবো
হাত বাড়িয়ে তোমাকে ছুঁবো
তুমি শুধু সাহস করে বোলো ভালোবাসি।।
চাঁদনি রাতে কনকনে শীতের আমেজে
খোলা আকাশের নীচে
জবুথবু বেশে বোলো ভালোবাসি
তারপর একটুখানি উষ্ণতার খোঁজে
একটুখানি ওম নিতে
হুট করে জড়িয়ে ধরে বোলো ভালোবাসি।।
তুচ্ছ ব্যাপারে আমাদের হবে কথা কাটাকাটি
মতের অমিল হলে একটুখানি আড়ি
মাঝেমধ্যে চলে যাবে বাপের বাড়ি
তখন অভিমান করে হলেও বোলো ভালোবাসি
আর মাঘের হাড়কাঁপানো শীতে
শেষ রাত্রিতে হঠাৎ লেপ ধরে টানাটানি
তাতে কোন সমস্যা নেই
তোমার জন্য পুরোটা লেপ ছাড়তে রাজি
বিনিময়ে তুমি শুধু বোলো ভালোবাসি।।
ভালোবাসা হলো স্বপ্নের মতো
কাছে না থাকলেও
সারাটা জীবন কাছে থাকার প্রতিশ্রুতি
আর এজন্যই
তুমি শুধু মাঝেমাঝে বোলো ভালোবাসি ভালোবাসি।।
ভালোবাসি
জহির সাদিক
২.অসম্ভব সুন্দর প্রেমের কবিতা

জহির_সাদিক
যেকোনো উছিলায় তোমাকে দেখতে চাই
যেদিন তোমার অসুখ হবে
সেদিন আমায় কষ্ট করে খবর দিও
অসুখ দেখার ছলে তোমাকে দেখতে চাই
একলা থাকার কষ্টটুকু একটু হলেও ভুলতে চাই।।
অন্তত তোমার ছোটখাটো একটা অসুখ বাঁধুক
অথবা অল্পস্বল্প সর্দিজ্বর আসুক
অসুখ দেখার ভান করে তোমাকে দেখতে চাই
তোমার কাছে একটা অলস বিকেল চাই
একলা থাকার নির্জনতা একটু হলেও ভাঙ্গতে চাই।।
আমায় দেখে ভয় পেয়ো না
জেনেশুনে তোমার সুখে আগুন দেবো না
তোমার সাজানো বাগানের ফুল ছিঁড়বো না
তোমায় আমি কষ্ট দেবো না
মন খারাপের গল্পগুলো ইচ্ছে করেই এড়িয়ে যাবো
আমি শুধু তোমার মিষ্টি মুখের মিষ্টি হাসি দেখতে চাই।।
ছোটখাটো কোন অসুখ হলেই খবর দিও
আমি ইচ্ছেমত তোমায় দেখে মন ভেজাবো
যেকোনো অজুহাতে তোমাকে দেখতে চাই
ব্যাকুল শর্তহীন বিমুগ্ধতায় দেখতে চাই
তুমিই বলো,
অসুখ ছাড়া তোমার কাছে কিভাবে যাই?
তবে কখনোই ভেবোনা,
আমি তোমার সত্যিকারের অসুখ চাই!
তাই কি কখনো হয়?
আমি শুধু একটা অজুহাত চাই
তোমাকে একপলক দেখার অজুহাত!
কতদিন তোমাকে দেখিনা..
তোমাকে দেখার জন্য বহুপথ হেঁটে যেতে চাই
এজন্য তোমার অসুখ হতেই হবে এমন কোন কথা নাই!!
—-*——*——–*—————*———–*———
৩.আধুনিক প্রেমের কবিতা

কবিতা ঃ ব্যস্ততা ও প্রেম
কোন একদিন ব্যস্ততা
ফুরোলে
আমায় একটু সময় দিও,
তোমার কন্ঠতন্ত্রির
সবাক শব্দে
আমি স্বপ্ন আঁকবো,
বিশীর্ণ সপ্নগুলোতে
রঙ ঢালবো,
মৃতপ্রায় সপ্নগুলো
বাঁচতে চায়,
তোমার কন্ঠস্বর
হৃৎপিন্ডের স্পন্দনকে
অনুভব করায়,
ব্যস্ততা ফুরোলে একটু
সময় দিও আমায়…
রাক্ষুসে ব্যস্ততা সম্পর্কের মায়া
গিলে খায়,
ফাটল ধরে বক্ষে, হিয়ার ভেতর
চিনচিন ব্যাথা,
কাছের মানুষগুলোকে
বহুদুর অচেনার সীমানায়
নিয়ে যায়,,
ব্যস্ততা ফুরোলে একটু
সময় দিও আমায়…
আমার পৃথিবী গুমোট
হয়ে আসে,
কষ্টের স্রোতে অবগাহন
করে চোখ,
নির্নিমেষ জিঘাংসায়
মক্ত অসুখ,
ব্যস্ততার অবয়বে হারিয়ে
ফেলে তোমাকে,,,
ব্যস্ততা ফুরোলে একটু
সময় দিও আমায়,
তোমার চোখের রঙে
একটুকুন সুখ আঁকতে চাই….
S.I Zitu
৪.প্রথম প্রেমের কবিতা

কবিতা ঃ তুমি মানেই প্রেম
তীরে নৌকা ভীড়াতেই তুমি খরস্রোতা নদী হয়ে যাও ;
আমার দু’চোখ জুড়ে গোধূলির সমাপ্তি,
সন্ধ্যার হাহাকার।
জানি দীর্ঘ অজ্ঞাতবাস শেষে
তুমি ফিরবে ;
তোমার শরীর জুড়ে থাকবে
অন্য পুরুষের ঘ্রাণ।
পরজীবি পরাগের মেদের নীচে ঢাকা পরে থাকবে আমাদের আদিম প্রেম,
স্মৃতির পাঠ্য তুমি বেমালুম ভুলে যাবে।
আর আমার —
চোখের অলিন্দে মৃতপ্রায় অনুভূতির জীর্ণ দেহ
আকস্মিক বৃষ্টি ঝাপটায় প্রাণ খুঁজে নেবে ;
বুকের পাদদেশে আগ্নেয়গিরিটা ফুঁসে উঠবে
এক পৃথিবী অভিমান নিয়ে।
অযুত কোটি প্রশ্ন তোমার সম্মূখে পেশ করতে গিয়ে বিনয়ী হয়ে উঠবো ;
জিজ্ঞেস করবো — কেমন আছো তুমি?
উত্তরে আমি জানতে পারবো — তুমি মানেই বুনো হংসী, অমোঘ মৃত্যু ; তুমি মানেই প্রেম।
S.I ZITU
৫. না বলা প্রেমের কবিতা

কবিতা: অপেক্ষাতুর প্রেম
.
শহুরে সব প্রেম
তোমার জানালায় উকি দেয়,
অথচ তুমি
আনমনা হয়ে আছো ঘরে,,
তোমার বসন্তে
কোকিল আমি নই,,
চেয়ে দেখো
তুমি ই রয়েছো আমার পুরোটা জুড়ে,,,,
চৈত্রের দহন দেহে মেখে
করি তোমার ভালোবাসার ছাঁয়ার খোজ,
আশাহত করে
ফিরিয়ে দাও মোরে, বেখেয়ালি তুমি রোজ,,,
আমার বেলায় তোমার অবেলায়
কতই না সপ্ন আঁকি,
ঠোট দুটো তোমার রক্তজবা,
জোৎস্না ঝরা আখি,,
অপেক্ষাতুর হৃদয় আমার
করে ভালোবাসার চাষ,
প্রেমের স্লোগানে মুখরিত দেখো
তোমার চারিপাশ,,,
শহুরে সব প্রেম
তোমার জানালায় উকি দেয়,
অথচ তুমি
আনমনা হয়ে আছো ঘরে,,
তোমার বসন্তের
কোকিল আমি নই,,
চেয়ে দেখো তুমি ই রয়েছো
আমার পুরোটা জুড়ে,,,,
S.I ZITU
আমাদের সকল কবিতার লিংক একসাথে
https://kobitor.com/category/kobita/