মোবাইল আসক্তি নিয়ে কবিতা
……“প্রিয় মোবাইল…
________________________
মোবাইল তুমি নিয়েছ কেড়ে
মধুর ঘুমের স্বাদ,,
মোবাইল তুমি বসেছ পেতে,
টাকা লুটবার ফাঁদ।
মোবাইল তুমি মায়ের বকুনী ,
বাবার তিরস্কার।।
মোবাইল তুমি পকেট খালির
অবাক আবিস্কার।
মোবাইল তুমি ছেলে মেয়ের
নষ্ট প্রেমের গ্লু,
মোবাইল তুমি গভীর
সম্পর্ক ছিন্ন করার ক্লু।
মোবাইল তুমি যুবক ছেলের
শক্ত হাড়ের ক্ষয়,
মোবাইল তুমি আনছো ডেকে
চরিত্র তে লয়।
মোবাইল তুমি নারীর ভূষন
লজ্জা নিয়েছ কেড়ে,
মোবাইল তোমার জন্যেই আজ
ধর্ষণ গেছে বেড়ে।
মোবাইল তুমি নিভৃতে কেড়ে
নিচ্ছ চোখের জ্যোতি,
মোবাইল তুমি উপকার নয়
বেশিটাই করো ক্ষতি।
মোবাইল তুমি স্বামী স্ত্রীর
ঝগড়া সকাল বেলা,
মোবাইল তুমি পরকিয়া
প্রিয় পরিবার অবহেলা।
মোবাইল তুমি সব ভেজালের
আসল রহস্য
তবু তোমায় ছাড়া চলেনা
আজ গোটা বিশ্ব..
মোবাইল তুমি মিথ্যে বলার
সেরা কলকাঠি
তোমার আড়ালে যায়না চেনা
কে ভুয়া কে খাটি..!!!!!
মোঃআব্দুল্লাহ আল মামুন