#জাকিয়া_সুলতানা_ঝুমুর
শ্যামা বিছানায় কাথা গায়ে শুয়ে আছে।প্রচন্ড জ্বরে সারা শরীর কাঁপছে।গতোকাল রাতে এমন বেধম মা র খাওয়ার পরে তার শরীর আর সহ্য করতে পারেনি,সারা শরীর ভিষণ যন্ত্রণায় কাতরে জ্বর এসেছে। বিছানা থেকে নামার শক্তিটুকু পাচ্ছে না,জ্বরের মাঝে মনে হচ্ছে ফিরোজের কাছে যেতে পারলে তার জ্বর সেরে যেতো।ফিরোজের একটু হাতের ছোঁয়ায় তার অসুস্থতা নিমিষেই ভালো হয়ে যাবে।লোকটা তার ভালো থাকার যা,দু,ম,ন্ত্র,পা,গল টাকে দেখার জন্য মনটা কি ছটফট করছে,অসুস্থতায় যেনো আরো বেশী মনে পড়ছে।শ্যামা ব্যাথায় কেঁপে উঠে,ছেলেটার কাছে যেতে পারলেই শরীর ভালো লাগতো কিন্তু সে ফিরোজের কাছে যাবে কি করে?তাকে যে আটকে রেখেছে।যদি আটকে না রাখতো তাহলে শ্যামা ঠিক চলে যেতো।বাড়ির লোকেরা বোধহয় তার মনের ভাব বুঝতে পেরেছে।তাইতো আটকে রেখেছে।ফারিয়ার সাথেও দেখা করতে দেয়নি।সে ফারিয়াকে বলতে পারেনি যে ফিরোজ যেনো তাকে নিয়ে যায়।শ্যামা চোখ বন্ধ করে শুয়ে আছে।টেবিলের উপরে দুপুরের খাবার ঢেকে রাখা।খেতে ইচ্ছে হয়নি আর কেউ তাকে খেতেও বলেনি।প্রেম করার অপরাধে শ্যামাকে সবাই ভুলে গিয়েছে।
হঠাৎ শ্যামা ফিরোজের গলার স্বর শুনতে পায় পরক্ষনেই তার আব্বার হুংকার।রিপনের কথা আর আর থাপ্পড়ের শব্দ।শ্যামা কাথা সরিয়ে লাফিয়ে উঠে দাঁড়ায়।শরীরের যন্ত্রণা উপেক্ষা করে ছুটে দরজার সামনে যায়।সে নিশ্চিত রিপন ফিরোজকে মে,রেছে।শ্যামার চোখ উপচে পানি পরে।ভিষণ রাগী মানুষটা তার জন্য মা,র খাচ্ছে?শ্যামা দরজায় কান পাতে বাহিরে কোনো শব্দ নেই কেনো?ফিরোজ কি চলে গেছে?শ্যামা শুকনো গলায় ফ্যাসফ্যাস আস্তে আস্তে বললো,
“ফিরোজ!ফিরোজ আমাকে নিয়ে যাও।”
বাহির থেকে কোনো শব্দ আসে না।তার আস্তে বলা কথা হয়তো কেউ শুনেনি কেউ শুনলে নির্ঘাত আবার মা,রতো।শ্যামা দরজা ঘেসে মাটিতে বসে হু হু করে কেঁদে দেয়।ফিরোজ কিছু বলতে চাইছিলো,যেভাবেই হোক সে জেনে গেছে শ্যামা বিপদে তাইতো বাড়ি অবধি এসেছে কিন্তু একজন আরেকজনকে চোখের দেখাও তো দেখতে পারলো না।ভালোবাসায় এতো কষ্ট কেনো?এতো যন্ত্রণা কেনো ভালোবাসায়?ফিরোজের আব্বা এমন না করলেও পারতো,ফিরোজকে একরকম বলে তার আব্বাকে আর একরকম বলেছে।শ্যামার শরীর এতো দূর্বল লাগছে যে সে মাটিতে শুয়ে পড়ে।পাগলের মতো বোবা কান্না কাঁদতে থাকে।যন্ত্রনার বুকটা ফেঁটে যাচ্ছে।দরজা বন্ধ,মোবাইল কাছে নেই কিভাবে ফিরোজের সাথে যোগাযোগ করবে?কথা না হলে দেখা না হলে শ্যামা পাগল হয়ে যাবে।
ফিরোজ চুপচাপ রুমে বসে আছে।আজকে মনে হচ্ছে এই দুনিয়ায় তার আপন বলতে কেউ নেই,থাকলে কি আর এমন হতো?সবাই এমন বেইমানী করতো?ছোটবেলায় মা বেইমানী করে চলে গেলো,তারপর থেকে তার আব্বাকে দুনিয়ার সবচেয়ে আপন ভাবতো কিন্তু আপন হলে কি উনি এই কাজটা করতে পারতো?পছন্দের কথা বলার পরে,নিজের আকুতিগুলো জানানোর পরে সে ভেবেছিলো তার আব্বা তার শান্তির জন্য সব করবে কিন্তু উনি তার বিপরীত করেছে ফিরোজকে বুঝিয়ে দিয়েছে সে এই দুনিয়ায় কতোটা একা। তার আর সুখ পাওয়া হবে না।উনি নিশ্চয়ই শ্যামার বাবাকে অপমান করেছে তা না হলে উনারা এতো রেগে থাকবে কেনো?উনি কি ভেবেছে এমন করলে সে শ্যামার হাত ছেড়ে দেবে?ভালোবাসা এতো ঠুনকো?কখনোই না,শতো বাধা আসলেও সে শ্যামাকে ঠিক নিজের করে নেবে।এই মেয়েটার জন্যই তো আজকে রিপনের মতো ছেলে তার গায়ে হাত দিতে পারলো।সে প্রতিবাদ করলে হয়তো শ্যামাকে কষ্ট পেতে হতো।ভিষণ রাগী ছেলেটাও ভালোবাসার জন্য চুপ থাকতে শিখে গিয়েছে।আচ্ছা উনারা শ্যামাকে কি আবার মে,রেছে?তা না হলে শ্যামাকে দেখা গেলো না কেনো?ফিরোজের হাফসাফ লাগে,দম বন্ধ হয়ে আসে অজানা ব্যাথায় বুকটা চিনচিন করে ভারী লাগে,চোখ ভিষণ জ্বালা করে পানি আসে।তার মনের কষ্ট বলার মতো একটা মানুষও দুনিয়ায় নেই।ফিরোজ মোবাইল থেকে শ্যামার ছবিটা বের করে ঠোঁটের কাছে এনে চুমু দেয়,ফিসফিস করে বললো,”তোমাকে ঠিক নিজের করে নেবো।তুমি চিন্তা করোনা পাখিটা।”
মোহাম্মদ আলী এখনো বাড়ি আসেনি।ফিরোজ চাইলেই হোটেলে গিয়ে সব জিজ্ঞেস করতে পারতো কিন্তু না সে বাড়ি আসার অপেক্ষা করছে।গেইট খুলার শব্দ হওয়াতে ফিরোজ উঠে দাঁড়ায়।বের হয়ে দেখে মোহাম্মদ আলী সোফায় বসেছেন।ফিরোজ সামনে দাঁড়িয়ে বললো,
“আপনি স্বপন কাকাকে কি বলেছেন?”
“যা বলেছি তা তো ফোনেই বললাম।”
ফিরোজ শান্ত গলায় বললো,
“আর কি বলেছেন সেটা বলেন।”
মোহাম্মদ আলী বুঝতে পারে ছেলে যে কোনো ভাবেই হোক জানতে পেরেছে তাই আর কিছু লুকোয় না।
“ফিরোজ আমি আগেও বলেছি শ্যামাকে আমি মানি না সুতরাং তাকে বিয়ে করাতে পারবো না।”
ফিরোজ চিৎকার করে বললো,
“আপনি কি মানবেন?বিয়ে করবো আমি সংসার করবো আমি আপনার মানার দরকার কি?আপনাকে আমি পছন্দের কথা বলেছি আপনি তার মান রাখলেন না।”
ফিরোজ তার আব্বাকে সবসময় মেনে চলতো,সবার সাথে রাগী হলেও উনার সাথে শান্ত ছিলো কিন্তু আজকের মতো এতো রেগে যায়নি,এমন কর্কশ কন্ঠে কথা বলেনি।উনি বললেন,
“ফিরোজ।বেয়াদবি করোনা।”
“বেয়াদবির কি করেছি?আপনি স্বপন কাকাকে উল্টাপাল্টা কথা বলেছেন কেনো?”
“বলেছি ভালো করেছি।এমন ফ্যামিলিতে কোনো আত্মীয়তা হবে না।আমার জান থাকতে ওই মেয়ে এই বাড়িতে আসতে পারবেনা।”
ফিরোজ ত্যাড়া কন্ঠে বললো,
“আমি এই বাড়িতে শ্যামাকে বিয়ে করে আনবোই।”
“তুই বেশী ফাজলামি করছিস।”
ফিরোজের কন্ঠ রাগে কাঁপতে থাকে।
“ফাজলামির কি দেখেছেন? যদি শ্যামাকে বিয়ে না করান তাহলে আমি এই বাড়িতে আ,গুন লাগিয়ে দেবো।”
মোহাম্মদ আলী বুঝেন ছেলে খুব রেগে গিয়েছে উনি শান্ত করার জন্য বললেন,
“শান্ত হ।ভেবে চিনতে কাজ করতে হবে।”
ফিরোজ দাঁত কিড়মিড় করে মোহাম্মদ আলীর সামনে থাকা কাঁচের সেন্টার টেবিলটা লাথি দিয়ে ভেঙ্গে ফেলে বললো,
“শান্ত!শান্ত রাখতে চাইলে এমন কাজ কিভাবে করলেন?ভালোয় ভালোয় স্বপন কাকাকে মানিয়ে নিন।”
“অসম্ভব।”
ফিরোজ রুমে যেতে যেতে বললো,
“নিজের পয়সার অহংকার কিছুটা কমান।”
ফিরোজ রুমে যায়।অশান্তিতে সারা রুমময় পায়চারী করে।যেভাবেই হোক দেখা করতেই হবে কিন্তু উপায় কি?এর পরের দিন সকালে ফিরোজ ফারিয়াকে আবার শ্যামাদের বাড়ি পাঠায়।ফারিয়া ভ,য় পাচ্ছে কিন্তু স্বাভাবিক ভাবে হেটে শ্যামাদের বাড়ি যায়,তারপর সোজা শ্যামার রুমে চলে যায়।ফাতেমা বেগম তখন শ্যামাকে সকালের নাস্তা দিতে এসেছে।ফারিয়াকে দেখে ভ্রু কুঁচকে তাকায়।
“তুমি কেনো এসেছো?”
ফারিয়া হেসে বললো,
“কালকে তো এসে দেখা করতে পারিনি তাই আজকে আসলাম।”
তারপর শ্যামার দিকে তাকিয়ে বললো,
“কিরে আজকে কলেজে যাবি?”
শ্যামা ছলছল চোখে ফারিয়ার দিকে তাকিয়ে আছে।শ্যামা কিছু বলার আগে ফাতেমা বেগম বললো,
“না না শ্যামার তো জ্বর কিভাবে যাবে?ও কয়দিন কলেজে যাবে না।”
ফারিয়া মাথা নেড়ে বললো,
“অহ!আচ্ছা।”
ফারিয়া বিছানায় বসতে গেলে ফাতেমা বেগম বললো,
“ফারিয়া ওকে ওষুধ খাইয়ে দিয়েছি এখন ঘুমাবে।তুমি না হয় পরে এসো।””
ফারিয়া বুঝতে পারে তাকে শ্যামার সাথে কথা বলতে দেবে না।সে মাথা নেড়ে উঠে দাঁড়ায়।ফাতেমা বেগমের পেছনে পেছনে যেতে নিয়ে সে পেছনে তাকিয়ে ছোট একটা দলা মুচরানো কাগজ শ্যামার দিকে ছুড়ে দেয় তারপর চোখে হেসে বেরিয়ে যায়।শ্যামা কাগজটা হাতে নিয়ে লুকিয়ে ফেলে।বুকটা বেশামাল ভাবে কাঁপছে।ফাতেমা বেগম জলদি ফিরে আসে।
“এই,ফারিয়া তোকে কি দিলো?”
শ্যামার অন্তরাত্মা কেঁপে উঠে।কাগজে কি লেখা সে এখনো পড়েনি।শ্যামা মাথা নেড়ে বললো,
“কিছু দেয়নি।”
“কি জানি দিলো আমি দেখলাম।”
“না।ও তো তোমার সাথেই চলে গেলো।”
ফাতেমা বেগমের বিশ্বাস হয় না।
“তুই উঠে দাঁড়া।”
শ্যামা উঠে দাঁড়ায়।ফাতেমা বেগম অনেকক্ষণ খুঁজেও কিছু না পেয়ে দরজা আটকে চলে যায়।শ্যামা কাঁপা কাঁপা হাতে কাগজটা খুলে।
কাগজে ঘুট ঘুট অক্ষরে লেখা,
“রাতে একটু দেখা করতে পারবে?শুধু একটু।পরিস্থিতি যাইহোক আমি সব ঠিক করে দেবো।আমি আমার পাখিটাকে খুব ভালোবাসি।বাড়ির সামনে অপেক্ষায় থাকবো।”
শ্যামা ফিরোজের হাতের লেখায় অসংখ্য চুমু দেয়।চিঠিটা গালে ঘষে নেয়।তার মনে হচ্ছে এটা চিঠি না এটা ফিরোজের হাত।ফিসফিস করে বললো,
“আমিও তোমাকে খুব ভালোবাসি।”
কিন্তু দেখা করবে কি করে?আজকে দু’রাত ধরে ফাতেমা বেগম শ্যামার সাথে ঘুমাচ্ছে উনার চোখ ফাঁকি দিয়ে যাওয়া অসম্ভব।শ্যামা চিন্তায় সারাদিন কাটিয়ে দেয়।ঘর থেকে কিভাবে বের হবে সেই চিন্তায় বিভোর হয়ে থাকে।
আজকে শ্যামার ভাগ্য তার উপরে সদয় ছিলো ফাতেমা বেগম দুই রাত একনাগারে জেগে থাকার ফলে প্রেসার কমে যায়।আর প্রেসার কমে যাওয়ার ফলে উনি প্রেসারের ওষুধ খেয়ে ঘুমায় তাই রাত বারোটা বাজতে বাজতেই উনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়।
রাত একটা;শ্যামা এতোক্ষণ ঝিম ধরে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে শুয়ে ছিলো।ফাতেমা বেগমের ভারী শ্বাস ফেলার শব্দ শুনে আস্তে করে উঠে বসে।নিঃশব্দে পা ফেলে বেরিয়ে যায়।দরজা ভেজিয়ে উঠোনে নেমে আসে।ভয়ে হাত পা থরথর করে কাঁপছে কিন্তু প্রেমী মনকেও আটকাতে পারছে না সে ফিরোজের সানিধ্যে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে।শ্যামা দ্রুত এগিয়ে যায়।বাড়ির একটু দূরেই একটা অন্ধকারে একটা মানবছাঁয়া ঠায় দাঁড়িয়ে আছে।শ্যামা দ্রুত সেদিকে এগিয়ে যায়।ফিরোজ শ্যামার দিকেই তাকিয়ে ছিলো সেও একটু এগিয়ে যায়।বৈশাখী ঝড়ের মতো দুজন দুজনকে জড়িয়ে ধরে।শ্যামা শব্দ করে কেঁদে উঠে।ফিরোজ বললো,
“আস্তে ।কেউ শুনে ফেলবে।”
শ্যামা চুপ হয়ে যায়।দুজনের ভালোবাসার স্পর্শ পেয়ে দুজনেই সস্থির নিঃশ্বাস ফেলে,একে অপরকে পাগলের মতো আঁকড়ে রাখে।ফিরোজ শক্ত করে শ্যামাকে জড়িয়ে নেয়।ফিরোজ এতো শক্ত করে ধরাতে শ্যামার আঘাতের ফলে ফুলে উঠা কালসিটে হওয়া জায়গায় ব্যাথা পায় সে ককিয়ে উঠে।ফিরোজ বললো,
“কি?”
শ্যামা মাথা নেড়ে না করে ফিরোজের বুকে ঢুকে যাবার বৃথা চেষ্টা করে।ফিরোজের সন্দেহ হয়,শ্যামার শরীর খুব গরম তাছাড়া সে জড়িয়ে ধরাতে মনে হলো ব্যাথা পেয়েছে।সে জোড় করে শ্যামাকে নিজের থেকে সরাতে চায়।শ্যামা বলে,
“আরেকটু থাকি?”
ফিরোজ শ্যামাকে ছাড়িয়ে নেয়।মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতে জ্বালাতে বললো,
“আগে দেখি কই ব্যাথা পেয়েছো।”
শ্যামা চুপচাপ ফিরোজের কাজ দেখে।ফিরোজ আলোতে শ্যামার হাত গলা দেখে চমকে যায়।ফারিয়া বলেছিলো শ্যামার জ্বর কিন্তু এখন তো দেখা যাচ্ছে বিষয় ভিন্ন।হাতে গলায় কেমন কালো দাগ পরে আছে,দেখেই বুঝা যাচ্ছে এগুলো আ,ঘাতের চিহ্ন।ফিরোজের বুক ধরফর করে,
“এই দাগ কি সারা শরীরেই আছে?”
প্রত্যেকটা মানুষই হয়তো প্রিয় মানুষের কাছে আসলে কষ্ট,ব্যাথাগুলো একটু আশকারা পেলে হু হু করে বেরিয়ে আসে।শ্যামার ক্ষেত্রেও তাই হলো ফিরোজের কথায় বুক ভেঙ্গে কান্না আসে।চোখ উপচে পানির স্রোত বয়।মাথা নেড়ে হ্যাঁ জানায়।
ফিরোজের মুখাবয়ব কষ্টে ভারাক্রান্ত হয়।শ্যামার পানিতে টলমল চোখের দিকে তাকিয়ে থাকে।ফিরোজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কান্নার তোড়ে শ্যামার ঠোঁট তিরতির করে কাঁপিয়ে কেঁদে দেয়।ফিরোজ গম্ভীর কন্ঠে বললো,
“কে মে,রেছে?রিপন?”
“আব্বা।”
ফিরোজ হাত দিয়ে চুল খামচে ধরে।নিজেকে শান্ত করে বললো,
“উনারাও না।কিছু হলেই গায়ে হাত তুলতে হবে?সেদিন আব্বা কি বলেছিলো?”
মোহাম্মদ আলী তার আব্বাকে যা যা বলেছে শ্যামা সব ফিরোজকে বলে।ফিরোজ বললো,
“কালকে অনেক ঝগড়া করেছি,যেভাবেই হোক আমি মানিয়ে নেবো।”
ফিরোজ আর শ্যামা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে।
শ্যামা বললো,
“কখন এসেছো?”
ফিরোজ হেসে বললো,
“রাত দশটায়।”
শ্যামা অবাক হয়।
“এতোক্ষণ অপেক্ষা করলে।”
“তোমার জন্য সারাজীবন অপেক্ষা করতে পারবো।”
শ্যামা আগেও ফিরোজের উপর মুগ্ধ ছিলো এখন আরো মুগ্ধ হয়।
ফিরোজ শ্যামার হাত ধরে,পরম যত্ন নিয়ে আ,ঘাতগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখে,আ,ঘাতে চুমু দিয়ে বললো,
“খুব কষ্ট হচ্ছে? “
ফিরোজের স্পর্শ,ভালোবাসায় শ্যামা আরো বেশী কাঁদে।মাথা নেড়ে বললো,
“না।”
ফিরোজের চোখে পানি টলটল করছে।তার জন্যই তো মেয়েটা এতো কষ্ট পাচ্ছে।ভাগ্যিস অন্ধকার বলে শ্যামা তার কান্না দেখতে পেলো না।
“মিথ্যা বলোনা।মা,রের কারণে জ্বর উঠে গেছে আর তুমি বলছো কষ্ট হচ্ছে না।”
ফিরোজের ধরা গলার স্বর শুনে শ্যামা বুঝতে পারে রাগী পুরুষটার তার জন্য একটা নরম মন আছে যা এই মূহুর্তে তার ব্যাথায় কাঁদছে।
“এতোক্ষণ ব্যাথা হচ্ছিলো তোমার কাছে এসে সব ভালো হয়ে গেছে।”
ফিরোজ চুপ করে থাকে।শ্যামা বললো,
“তুমি কাঁদছো কেনো?”
ফিরোজ এবার খুব আলতো করে শ্যামাকে নিজের বুকে জড়িয়ে নেয়।দুনিয়ার সব সুখ বুঝি এই ছোট মেয়েটার কাছেই নিহিত।এই পাখিকে কাছে পেলে এতো শান্তি লাগে এটা কাউকে বলে বোঝানো যাবে না।শ্যামা বিড়ালছানার মতো ফিরোজের বুকে মিশে থাকে।শ্যামা ফিরোজের বুকে চুমু দেয়।ফিরোজ আস্তে করে বললো,
“তুমি চিন্তা করোনা আমি সব ঠিক করে দেবো।”
শ্যামা কান্নাভেজা গলায় বললো,
“আচ্ছা।”
ফিরোজ দু হাতে শ্যামার গালে হাত রেখে মুখে অজস্র চুমু দেয়।কপালে কপাল ঠেকিয়ে বললো,
“খুব ভালোবাসি।”
শ্যামা দু’হাত দিয়ে ফিরোজের গলা আঁকড়ে ধরে।গালে গাল ঘষে নেয়।
“আমিও তোমাকে খুব ভালোবাসি।”
“দেখা করতে পারছিলাম না মনে হচ্ছিলো আমার দম আটকে আসছে।”
শ্যামা বিরবির করে বললো,
“আমারো।এই শোনো আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না।”
ফিরোজ হেসে বললো,
“আমাকে ছাড়া বাঁচবে কেনো,দুজন একসাথে বাঁচবো।”
শ্যামা ফিরোজের বুকে নাক ডুবিয়ে রাখে।এই মানুষটার শরীরের ঘ্রান এতো ভালো লাগে।ফিরোজ শ্যামার কপালে চুমু দিয়ে বললো,
“বাড়ি যাও।কেউ টের পাবে।”
শ্যামা আবার বাচ্চাদের মতো কেঁদে দেয়।
“বাড়ি যাবো না।আমি একবারে চলে এসেছি।”
ফিরোজ চুপচাপ শ্যামার দিকে তাকিয়ে থাকে।পরম যত্নে পাগল প্রেমিকার চোখের পানি মুছিয়ে দেয়।
“চলে এসেছো?”
“হ্যাঁ।”
“কেনো?”
“বাড়ি গেলে আমাকে বিয়ে দিয়ে দেবে।”
“আমি থাকতে কোথাও বিয়ে হবে না।ঠিক আছে?”
“না ঠিক নেই।আমি বাড়ি যাবো না।”
“এভাবে চলে আসা ঠিক না,তোমার আব্বাকে আমার আব্বা অপমান করেছে আমি চাই আমার আব্বা নিজের ভুল বুঝতে পারুক আর তোমার আব্বা যোগ্য সম্মান পাক।”
শ্যামা বুঝতে পারে ফিরোজ ঠিক কথা বলছে কিন্তু বাড়ি গেলেই বিপদ তা সে জানে।সে চুপচাপ জড়িয়ে থাকে।ফিরোজ শ্যামাকে ছাড়িয়ে দূরে দাঁড়ায়।
“যাও।”
শ্যামা যায় না।জুলুজুলু চোখে তাকিয়ে থাকে।ফিরোজ হাসে হয়তো প্রেমিকার মনের ভাষা চোখেই বুঝে ফেলেছে।এগিয়ে এসে আলতো করে ঠোঁট স্পর্শ করে বললো,
“বাড়ি যাও শ্যামা আর একমিনিট থাকলে আর যেতে পারবে না।”
শ্যামা তার হাত দিয়ে ফিরোজের গালে হাত ভুলিয়ে নিজের হাতে চুমু দেয়।ফিরোজ বললো,
“কি হলো?”
“তোমার স্পর্শ হাতে মেখে নিলাম।”
ফিরোজ হাতে ধরে বললো,
“এমন করে আমাকে পাগল বানিয়ে দিচ্ছো কেনো লক্ষীটা।যাও যেভাবেই হোক যোগাযোগ রাখবো।”
“আচ্ছা।”
“হাসো।মুখ এমন করে রাখলে আমার খারাপ লাগে তো।”
শ্যামা হাসে।ফিরোজ গালে হাত দিয়ে বললো,
“আমার রানী।”
শ্যামা ধীরে ধীরে বাড়ির পথে এগিয়ে যায়।কয়েকবার পেছনে ফিরে দেখে ফিরোজ তখনো দাঁড়িয়ে আছে তার মুখে হাসি ফুটে উঠে সে জানেও না বাড়িতে তার জন্য কতোবড়ো ঝড় অপেক্ষা করছে জানলে ভুল করেও বাড়ি যেত না।
চলবে….
(সবাই লাইক,শেয়ার,আর মন্তব্য করে যাবেন।আপনাদের সবার মন্তব্যের উত্তর দেয়া হবে।)