- অভিযোগ নিয়ে কবিতা
- হারিয়ে যাওয়া নিয়ে উক্তি
- একতরফা ভালোবাসা নিয়ে কবিতা
- অনুভূতি নিয়ে কবিতা
- দেখা না হওয়ার কবিতা
১.অভিযোগ নিয়ে কবিতা
কত চিঠি, কত চিরকুট,
লুকানো থাকে প্রিয় নীল খামে।
অভিমান অভিযোগ হয়,
আক্ষেপ জমে ভালোবাসার নামে।
~ অভিজিৎ চৌধুরী
২.হারিয়ে যাওয়া নিয়ে উক্তি
আঁধারে খুঁজি তোকে,
আলোতে হারাস তুই।
স্বপ্নে আসিস ফিরে,
চোখ বুজে তোকেই ছুঁই।
~ অভিজিৎ চৌধুরী
৩.একতরফা ভালোবাসা নিয়ে কবিতা
একতরফা ব্যাপারটা ভীষণ সুন্দর এবং পবিত্র। কোনো প্রকার এক্সপেকটেশন ছাড়া একটা মানুষকে নিজের মতো করে সাজিয়ে একরাশ ভালোবাসা যাই।
ক্ষানিকটা পছন্দের কুঞ্জলতা ফুলের মতো।যে ফুলটা খুব ভাল্লাগে কিন্তু ছিঁড়ে হাতে নেয়া হয়ে উঠে না কখনো। কিছু ফুল যে তাদের নিজের জায়াগাতে বেশি মানানসই।
~ অভিজিৎ চৌধুরী
4.অনুভূতি নিয়ে কবিতা
ছবির ফ্রেমে ধুলো জমে,
স্মৃতি হয়ে জমাট বাঁধে।
মনের দেয়ালে রাখা ছবি,
অনুভূতিতে তিক্ত স্বাদে।
~ অভিজিৎ চৌধুরী
৫.দেখা না হওয়ার কবিতা
তোর সাথে হয় না দেখা,
অনেকটা বছর হলো।
এখনো কি খোলা চুলে,
থাকিস এলোমেলো।
স্নানের শেষে রোজ দুপুরে,
বেলখনিতে আনমনে।
এখনো কি এমন করিস,
ভেজা চুলে আকাশ দেখিস।
মেঘের ডাকে এখন কি আর,
দৌড়ে ছাদে ছুটে আসিস।
এখনো কি বৃষ্টির জলে গা ভিজিয়ে,
বকুনি খেয়ে মুচকি হাসিস।
হঠাৎ হঠাৎ মন খারাপে,
এখনো কি চোখে আসে জল।
ঝাপসা চোখে এখন কি আর,
খুঁজিস আমায় একান্তে বল।
এখন কি আর কেউ ডাকে তোকে,
উল্টো পাল্টা ডাক নামে।
এখনো কি অপেক্ষায় থাকিস,
আবেগ মোড়ানো নীলখামে।
এখনো কি আগের মতো,
রোজ রাতে স্বপ্ন বুনিস।
এখনো কি বাতাসে কান পেতে,
না বলা সব শব্দ শুনিস।
এখনো কি আগের মতো,
ডায়ারী লিখিস অভিমানে।
এখনো কি দুজনের গল্পের,
মিল খুঁজে পাস প্রিয় গানে।
~ সেই তোর কথা
~ অভিজিৎ চৌধুরী