প্রেমিকার হাত ধরা নিয়ে কবিতা ১
নিষিদ্ধ নগরী
এ শহরে চুমু নিষিদ্ধ –
হাতে হাত রেখে পথচলা মানা-
তোমাতে আমাতে মিতালি,সেও গ্রহণযোগ্য নয়-
খোঁপায় ফুল, টিপ-চুড়ি সব বারণ-
এ শহরে প্রেম পাপ!
এখানে বরং ফিরে ফিরে আসে দ্রৌপদীর বস্ত্রহরণ-
মুঠোফোনে ছড়িয়ে পড়ে মুহূর্তে চোখের পর্দায় –
বীর্যের দুর্গন্ধ আর ক্ষত বিক্ষত যোনির ঘায়ে
এ শহর দূষিত –
ধর্ষণ এখানে উৎসব,
নারীর আওয়াজ এখানে জেনা-
পুরুষের যৌনাঙ্গ দাঁড়ানো অলিতে গলিতে –
শালীনতার দোহাইয়ে তাই বন্দী নারী!
সব অপরাধ তবু তার-
নারীর শরীর, কণ্ঠ, চুল,গ্রীবা
বড্ড বেশি কামনা জাগায় এ শহরে!
নিষ্পাপ পুরুষ কেবল ভ্রষ্টাচারের শিকারমাত্র।
দাঁড়ানো দণ্ড তাই প্রতিশোধের অস্ত্র –
নারীর সীমারেখা এঁকে দেয়ার বিধায়ক।
এ শহরে শ্লীলতাহানি তাই স্বাভাবিক,
ভালবাসার চুমু নিষিদ্ধ!
শাহনাজ রানু
ঢাকা
প্রেমিকার হাত ধরা নিয়ে কবিতা ২
একটা বয়স এমন
লেখনীতে: তটিনী বড়ুয়া
একটা বয়সে
অদেখা ভালোবাসাই গুরুত্ব পায়,
পুরুত্ব হারায় পিছুটান।
সেই বয়সে হাতে হাত রেখে
পাশে বসে খুনসুটি করাতেই
পাওয়া হয়ে যায় স্বর্গ সুখ।
সমঝদার মনটা সে সময়
কল্পনায় ডানা মেলে
উড়ে যায় সখার কাছে।
কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই
একটা অদেখা সুখে
ভাসে দুজনার মন…
হুম…
একটা বয়স এমন…