১২৩. কবির বুকে যে কবর বাঁধে, কবি তার –
ক. প্রাণ ভরে দেন
খ. বুক ভরিয়ে দেন
গ. মন ভরে দেন
ঘ. জীবন ভরে দেন
উত্তর: খ
১২৪. ‘আমি লয়ে সখি, তারি মুখখানি’- এর আগের চরণ কোনটি?
ক. যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী
খ. যে মুখে বহে নিঠুরিয়া বাণী
গ. যে প্রাণে সহে নিঠুরিয়া বাণী
ঘ. যে প্রাণে সে সহে নিঠুরিয়া বাণী
উত্তর: ক
১২৫. যে নিঠুরিয়া বাণী উচ্চারণ করে কবি তার মুখখানি কী করেন?
ক. নিরন্তর সাজান
খ. প্রতিদিন সাজান
গ. প্রতি প্রভাতে সাজানঘ. ইচ্ছেমতো সাজান
উত্তর: ক
১২৬. ‘প্রতিদান’ কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে?
ক. উদারতা
খ. নিষ্ঠুরতা
গ. স্বার্থপরতা
ঘ. প্রকৃতিচেতনা
উত্তর: ক
১২৭. ‘কুল’ শব্দের অর্থ নিচের কোনটি?
ক. বংশ
খ. কিনারা
গ. অংশ
ঘ. ভাগ
উত্তর: ক
১২৮. কিসের মধ্যে ব্যক্তির প্রকৃত সুখ নিহিত?
ক. জ্ঞান অর্জন
খ. হানাহানি
গ. পরার্থপরতা
ঘ. ক্ষুদ্র স্বার্থ
উত্তর: গ
১২৯. কবির কণ্ঠে কিসের বিপরীতে প্রীতিময় পরিবেশ সৃষ্টি হয়েছে?
ক. প্রতিশোধ-প্রতিহিংসার
খ. আশা-ভালোবাসা
গ. অনিষ্টকারীর ভালোবাসা
ঘ. ক্ষমার
উত্তর: ক
১৩০. কবি কাকে ক্ষমা করে দিয়েছেন?
ক. সুখী ব্যক্তিকে
খ. বন্ধুকে
গ. সুন্দরকে
ঘ. অনিষ্টকারীকে
উত্তর: ঘ