- শৈশবের স্মৃতি কবিতা ফিরিয়ে দাও
- শৈশবের স্মৃতি কবিতা মাধুকরী
শৈশবের স্মৃতি কবিতা ফিরিয়ে দাও
কবিতা– ফিরিয়ে দাও
আমাকে ফিরিয়ে দাও শৈশব,
বেলা অবেলার রোদ্দুর,
সঘন মেঘের গর্জন।
আমাকে ফিরিয়ে দাও।
আমাকে ফিরিয়ে দাও —
নির্লজ্জ ভাবে শরীরের মাঝে লেপ্টে থাকা
পথের ধুলো,
ভীষণ হৈ-হুল্লোড়ের দৌড় ঝাপ,
অগণন স্মৃতির দিন।
আমাকে ফিরিয়ে দাও!
হারিয়ে ফেলেছি —
চেনা সুবাস, প্রিয় সুখ।
বড় হবার অদ্ভুত মোহনীয়তায় বেচে দিয়েছি কান্না ;
হারিয়ে ফেলেছি, শৈশবের সব।
হারিয়ে ফেলেছি!
আমাকে ফিরিয়ে দাও!
আমাকে ফিরিয়ে দাও–
ইশকুলের উঠোন, নতুন বইয়ের ঘ্রাণ,
শিক্ষকের শাসন,
পরম মমতায় বুকে টেনে নেয়া অনুক্ষণ।
আমাকে ফিরিয়ে দাও।
আমাকে ফিরিয়ে দাও –
নির্মল নিষ্পাপ ভালোবাসায় ভেজা একটা জীবন।
S.I ZITU
শৈশবের স্মৃতি কবিতা মাধুকরী
মাধুকরী// সালমা খানম
একটা কামরাঙা শৈশব
মাছরাঙা দুপুরে বন্ধক রেখে মাকে বলেছিলাম
পুঁইয়ের ফলে রাঙানো এক সানকি ভাত মাখিয়ে দিতে—গাঢ় খয়েরী রঙের ভাত!
মা তখন ব্যস্ত
তাঁর গেরস্থালির দড়িতে সংসারের খুঁটিনাটি শুকোতে।
আমার আর অমন কাঙালের মতো ভাত খাওয়া হয়নি।
দুই যুগ অভুক্ত আমি।
রোদের ডানায় সূর্যমিছিল ছুঁয়ে সুরাইয়াদের বাগানে সূর্যমুখী ফুলে এঁকেছি অদেখা প্রিয়তমার মুখ।
একটা রঙিন কিশোরকাল খুঁজে বেড়িয়েছি মায়াবী আঁচল-সুখ…
প্রায় আড়াই যুগ নির্মম সময়ের চাবুক
পিঠে বহন করছি —অদৃশ্য দাগ!
একটা সরেস যৌবনের শব কাঁধে নিয়ে ফিরেছি মৃত মানুষের মতো।
ক্ষুধার কাছে মিথ্যে জীবনের সকল কলরব।
তুমি আমায় প্রেমিক হতে বলো প্রিয়তমা!
আমি তো ভিক্ষাপাত্র হাতে মাধুকরী
প্রতিটি রাত উদযাপন করি–
কোজাগরী পূর্ণিমা…