ঢাকা বিশ্ববিদ্যালয়
।। ক – ইউনিট।।
০১. পাঠ্য কোন কবিতায় ‘বাতাবি নেবু’র উল্লেখ আছে? [ক ইউনিট ২০১২-১৩]
ক. তাহারেই পড়ে মনে
খ. বাংলাদেশ
গ. একটি ফটোগ্রাফ
ঘ. কবর
উত্তর: ক
০২. ‘রচিয়া লহ না আজও গীতি’ – এখানে ‘না’ কোন অর্থে ব্যবহৃত? কি ইউনিট ২০১০-১১]
ক. নিষেধ
খ. অনুরোধ
গ. আদেশ
ঘ. তিরস্কার
উত্তর: খ
০৩. “তরী তার এসেছে কি?”- চরণাংশটি কোন কবিতার অন্তর্গত? [ক ইউনিট ২০০৪-০৫]
ক. সোনার তরী
খ. ধন্যবাদ
গ. তাহারেই পড়ে মনে
ঘ. পাঞ্জেরি
উত্তর: গ
।।খ–ইউনিট।।
০৪. ‘কুহেলী উত্তরী তলে — সন্ন্যাসী’ উদ্ধৃতির শূন্যস্থানে বসবে- [খ ইউনিট ২০১৯-২০]
ক. মাঘের
খ. পৌষের
গ. শীতের
ঘ. ফাল্গুনের
উত্তর: ক
০৫. ‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’ বাক্যটিতে ‘স্নিগ্ধ আঁখি’ বলতে বোঝায়- [খ ইউনিট ২০১৭-১৮]
ক. ক্ষীণদৃষ্টি
খ. অশ্রুসিক্ত নয়ন
গ. কোমল চোখ
ঘ. উৎসুক চাহনি
উত্তর: গ
০৬. বসন্তের প্রতি কবি বিমুখ কেন? [খ ইউনিট ২০১৩-১৪]
ক. বরণের আগে বসন্ত এসেছে বলে
খ. শীত কবির প্রিয় বলে
গ. বন্দনা গীতি রচিত হয়নি বলে
ঘ. রিক্ত শীতের করুণ বিদায়কে ভোলা যাচ্ছে না বলে
উত্তর: ঘ
০৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় উল্লেখ আছে যে দুটি ফলের- [খ ইউনিট ২০১১-১২]
ক. বাতাবি নেবু, আম
খ. বাতাবি নেবু, লিচু
গ. আম, লিচু
ঘ. আম, পেয়ারা
উত্তর: ক
০৮. স্বগতোক্তিতে কথা বলেন? [খ ইউনিট ২০১০-১১]
ক. একজন
খ. দুজন
গ. তিনজন
ঘ. চারজন
উত্তর: ক
ব্যাখ্যা: স্বগতোক্তি = নিজে বলা উক্তি, নিজস্ব উক্তি। স্বগতোক্তি অর্থ = (নাটক অভিনয়ে অন্যান্য চরিত্র শুনতে পায় না কিন্তু দর্শক শুনতে পায় এমন উক্তি, soliloquy |
০৯. সংলাপনির্ভর রচনা – [খ ইউনিট ২০১০-১১]
ক. তাহারেই পড়ে মনে
খ. কবর
গ. বঙ্গভাষা
ঘ. একটি ফটোগ্রাফ
উত্তর: ক
।।গ – ইউনিট।।
১০. ‘ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারিত লভেনি কি -‘ শূন্যস্থানে কী হবে? গি ২০১৫-১৬]
ক. বসন্তের সাজ
খ. ঋতুর সাজ
গ. ঋতুর সাজন
ঘ. ঋতুর রাজন
উত্তর: ঘ
১১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? [গ ইউনিট ২০১৪-১৫]
ক. মোহাম্মদী
খ. কল্লোল
গ. সওগাত
ঘ. নওরোজ
উত্তর: ক
১২. ‘এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?”- এ জিজ্ঞাসা আছে কোন কবিতায়? [বাতিল: গ ইউনিট ২০১১-১২; জাবি খ ইউনিট ২০০৫-০৬]
ক. তাহারেই পড়ে মনে
গ. সোনার তরী
খ. বঙ্গভাষা
ঘ. জীবন-বন্দনা
উত্তর: ক
।। ঘ–ইউনিট।।
১৩. ‘অলখের পাথার বাহিয়া/তরী তার এসেছে কি’ – কার তরী? [ঘ ইউনিট ২০১৫-১৬]
ক. গ্রীষ্মের
খ. বসন্তের
গ. বর্ষার
ঘ. শীতের
উত্তর: খ
১৪. সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? [ঘ ইউনিট ২০১৩-১৪]
ক. ঢাকায়
খ. বরিশালে
গ. কুমিল্লায়
ঘ. হুগলিতে
উত্তর: গ
১৫. ‘কুড়ি’ শব্দটি এসেছে- [ঘ ইউনিট ২০১৩-১৪; খ ইউনিট ২০০৫-০৬]
ক. ‘কুড়ে’ থেকে
খ. ‘কোরক’ থেকে
গ. ‘কুড়িল’ থেকে
ঘ. ‘পুষ্প’ থেকে
উত্তর: খ
১৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ব্যবহৃত ‘পুষ্পারতি’ শব্দটি কীভাবে গঠিত হয়েছে? [ঘ ইউনিট ২০১৩-১৪]
ক. সমাসযোগে
খ. সন্ধিযোগে
গ. প্রত্যয়যোগে
ঘ. বিভক্তিযোগে
ব্যাখ্যা: পুষ্পারিত = পুষ্প + আরতি
উত্তর: খ
১৭. ‘মাধবী’ অর্থ- [ঘ ইউনিট ২০১১-১২]
ক. মধুকর
খ. মধুমালতী
গ. বাসন্তী ফুল
ঘ. মধুময়
উত্তর: গ
১৮. ‘এখনো দেখ নি তুমি?’ – বাক্যের ‘নি’ হচ্ছে – [ঘ ইউনিট ২০১০-১১]
ক. নেতিবাচক শব্দ
গ. জিজ্ঞাসা চিহ্ন
খ. প্রশ্নবোধক শব্দ
ঘ. ক্রিয়া বিশেষণ
উত্তর: ঘ
১৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি ‘মাঘের সন্ন্যাসী’ বলতে বুঝিয়েছেন। [ঘ ইউনিট ২০০৫-০৬; জবি ক ইউনিট ২০০৭-০৮; ইবি ইউনিট ২০১৬-১৭]
ক. শীত ঋতুকে
খ. বিষণ্ণ কবি- হৃদয়কে
গ. শীতের কুয়াশাকে
ঘ. কবির স্বামীকে
উত্তর: ক
GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়
২০. ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী’ এখানে ‘মাঘের সন্ন্যাসী’ কে? [GST গুচ্ছভুক্ত
বিশ্ববিদ্যালয় A ইউনিট (বিজ্ঞান শাখা) ২০২২-২৩]
ক. শীত
খ. কবির প্রিয়জন
গ. কবি নিজে
ঘ. ঝরা পাতা
উত্তর: ক
২১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন ঋতুকে কেন্দ্র করে রচিত? [GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় B ইউনিট (মানবিক শাখা) ২০২২-২৩]
ক. শীত
খ. বসন্ত
গ. শরৎ
ঘ. হেমন্ত
উত্তর: খ
২২. কোনটি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়? [GST A ইউনিট- ২০২১-২২]
ক. সাঁজের মায়া
খ. কুহু ও কেকা
গ. কেয়ার কাঁটা
ঘ. মায়া কাজল
উত্তর: খ
ব্যাখ্যা: সত্যেন্দ্রনাথ দত্ত এর কুহু ও কেকা কাব্যগ্রন্থ। কেয়ার কাঁটা- সুফিয়া কামালের গল্পগ্রন্থ।
২৩. গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কী ধরনের রচনা? [GST গুচ্ছভুক্ত
বিশ্ববিদ্যালয় B ইউনিট – ২০২১-২২]
ক. স্মৃতিনির্ভর
খ. বর্ণনামূলক
গ. সংলাপনির্ভর
ঘ. উপদেশমূলক
উত্তর: গ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
।। ক – ইউনিট।।
২৪. …… মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে।’ উদ্ধৃতাংশটি কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? [ক ইউনিট ২০১৩-১৪)
ক. অমিয় চক্রবর্তী
খ. ফররুখ আহমদ
গ. সুফিয়া কামাল
ঘ. সৈয়দ আলী আহসান
উত্তর: গ
২৫. ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী।’ এখানে ‘কুহেলি’ অর্থ- [ক ইউনিট ২০১০-১১; ঢাবি ক ইউনিট ২০১০-১১; বশেমুরবিপ্রবি ইউনিট ২০১৭-১৮]
ক. কোকিল
খ. রহস্যময়ী
গ. কুয়াশা
ঘ. মেঘ
উত্তর: গ
ব্যাখ্যা: উত্তরী অর্থ – চাদর।
।।খ – ইউনিট।।
২৬. কবিভক্ত কার কাছে বসন্ত-বন্দনা কণ্ঠে শোনার মিনতি করেছেন- [খ ইউনিট ২০০৬-০৭]
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. সুফিয়া কামাল
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তর: গ
।।গ – ইউনিট।।
২৭. বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে? [গ ইউনিট ২০০৯-১০; জাককানইবি ক ইউনিট ২০১৬-১৭]
ক. কবিকে
খ. ফাল্গুনকে
গ. প্রিয়জনকে
ঘ. প্রকৃতিকে
উত্তর: খ
।। ঘ – ইউনিট।।
২৮. দক্ষিণ দুয়ার গেছে খুলি? এ জিজ্ঞাসা কোন কবিতায় আছে? [ঘ ইউনিট ২০০৫-০৬]
ক. তাহারেই পড়ে মনে
খ. পাঞ্জেরি
গ. ধন্যবাদ
ঘ. একটি ফটোগ্রাফ
উত্তর: ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
।। খ–ইউনিট।।
২৯. ‘গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে’- চরণটি কোন কবিতার? [জাবি B
ইউনিট ২০২২-২৩]
ক. প্রতিদান
খ. তাহারেই পড়ে মনে
গ. সোনার তরী
ঘ. বিদ্রোহী
উত্তর: খ
৩০. “কহিল সে সুদূর চাহিয়া, –পাথার বাহিয়া।” বাক্যটির শূন্যস্থানে কোন শব্দটি
বসবে? [জাবি B ইউনিট ২০২২-২৩]
ক. পরানের
খ. অলকের
গ. অলখের
ঘ. আকুল
উত্তর: গ
৩১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি আচ্ছন্ন করে আছে- [জাবি B ইউনিট ২০২২-২৩]
ক. শীতের রিক্ততার ছবি
খ. মাঘের সন্ন্যাসী
গ. বিষাদময় রিক্ততার সুর
ঘ. অশ্রুসিক্ত নয়ন
উত্তর: গ
৩২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির বসন্ত বিমুখতার মধ্য দিয়ে কোনটি ফুটে উঠেছে? [খ ইউনিট ২০১৯-২০]
ক. অভিমান
খ. ব্যর্থতা
গ. শূন্যতা
ঘ. উদাসীনতা
উত্তর: ঘ
৩৩. কোনটি বেগম সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়? [খ ইউনিট ২০১৬-১৭; ঘ ইউনিট ২০১৬-১৭]
ক. ছায়াহরিণ
গ. সাঁঝের মায়া
খ. মায়া কাজল
ঘ. কেয়ার কাঁটা
উত্তর: ক
।।গ – ইউনিট।।
৩৪. নিচের কোন কবিতাংশটি শুদ্ধ? [জাবি C ইউনিট ২০২২-২৩]
ক. একরাশ নদী তীরে / যাহা লয়ে ছিনু ভুলে।
খ. আমি বঞ্চিত ব্যথা পরবাসী চিত্র গৃহ হারা যত পথিকের।
গ. শুদ্ধ ক ও খ
ঘ. মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নাই অর্ঘ্য বিরচন?
উত্তর: ঘ
৩৫. গঠনগীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি- [C ইউনিট – ২০২১-২২/-
ক. কাহিনিনির্ভর রচনা
খ. সংলাপনির্ভর রচনা
গ. প্রকৃতিনির্ভর রচনা
ঘ. প্রেমনির্ভর রচনা
উত্তর: খ