এই পৃথিবীতে মৃত্যুর স্বাদ সবাই পায়,
কিন্তু জীবনের স্বাদ পায় মাত্র কয়েকজন।
জালালউদ্দিন রুমি
কষ্ট
———————–
একদম বেহায়ার মত
তোমার কাছে ছুটে যাই
পুরানো অবহেলা ভুলে গিয়ে
নতুন করে আবার কষ্ট পাই।
প্রতিবার প্রত্যাখাত হই, কষ্ট পাই
ভাবি, এই শেষ,
সব ভুলে ঘুরে দাড়াবো এবার।
সেটা আর কোথায় হয়?
কষ্ট কুড়ানোর খেলা ফুরাবার নয়।
সৃষ্টির সেই আদিকাল থেকে
প্রাগৈতিহাসিক অন্ধকার গুহা থেকে
গুগুল আর ফেসবুকের জামানা পর্যন্ত
এই কষ্ট কুড়ানোর খেলা চলে আসছে।
আমাকে কষ্ট উপহার দেয়া
একান্ত সেই প্রিয়জন তুমি
যার কাছে বার বার আমি ফিরে আসবো।
আবারো নতুন করে কষ্ট কুড়াবো।
এক তরফা প্রেমে কষ্ট কুড়ানোর এই খেলা
সৃষ্টির শেষ অবধি চলতেই থাকবে।
————-
লেখাঃ ফয়েজ ভূঁইয়া