বজ্জাত বউ
লেখিকা বিলকিস
পর্ব ১৬
পরশ আলমারি নিচ থেকে কাগজ টা বের করে হাতে নিয়ে কাগজটাতে চোখ ফেলতে যেনো পরশের হাত পা ঠান্ডা হয়ে গেলো। চোখ দিয়ে পানি ভেসে পড়তে লাগলো।
পরশ: না আমার মিষ্টির কিছু হতে পারে। ও আমাকে ছেড়ে যেতে পারে না। আমি ওকে যেতে দেবো না। মিষ্টি এই মিষ্টি কোথায় গেলো আমার মিষ্টি। আমি তোমার কিছু হতে দেবো বলে পরশ মিষ্টিকে খুজতে লাগলো পাগলে মতো।
মিষ্টি: আঃ আঃ আমি পারছি না আর সহ্য করতে। আমার সারা শরীল অবেশ হয়ে আসছে। আমার এতো কষ্ট হচ্ছে কেনো।
আহাদ: ( মিষ্টিকে দেখছি না কেনো) দিশা মিষ্টিকে দেখতে পারছি না কেনো।
দিশা: আমিও অনেক ক্ষন ধরে দেখছি না ভাবিকে
আহাদ: ওর কিছু না না
পরশ: সারা বাড়ি খুজলাম কোথায় নেই মিষ্টি। কোথায় গেলো। ছাদ হ্যা ছাদে য়াই নি তো। আমি ছাদে দেখে আসি বলে পরশ ছাদে গিয়ে দাড়াতে দেখে মিষ্টি ছাদে এক কোনার বসে আছে। আমি মিষ্টির কাছে যেতেই দেখি ওর নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। আমি মিষ্টিকে জরিয়ে ধরে এক মিষ্টির বলে চিৎকার করলাম।
দিশা: ভাইয়া গলা। ভাইয়া ভাবির নাম ধরে চিৎকার দিলো কেনো। স্যার ভাবি
আহাদ: আমিও চিৎকার শুনেছি।
দিশা: চিৎকার ছাদ থেকে আসছে। চলুন স্যার বলে দিশা উঠে ছাদে দিকে গেলো
মিষ্টি: আমাকে শক্ত করে ধরেন। আমি সহ্য করতে পারছিনা।
পরশ: তোমার কিছু হবে না মিষ্টি আমি আছি তোমার বর আছে।
মিষ্টি: আঃ আল্লাহ আ আ
পরশ: আমি ডাক্তার ডাকছি বলে প্যাকেটে হাত দিলো ফোন বের করার জন্য। আমি তো ফোন টা বিছানাতে রেখে এসেছি বলে পরশ উঠতে যাবো তখন মিষ্টি পরশকে জরিয়ে ধরে বলে
মিষ্টি: ডা ডাক্তার ডেকে লাভ নেই। আমার হাতে সময় নেই।
পরশ: না মিষ্টি তুমি এ কথা বলে না বলে পরশ কাঁদতে লাগলো।
দিশা: ভাবি বলে মিষ্টির কাছে আসলো
মিষ্টি: দি দিশা ভাইয়া আম্মু আর মা মামনি কো কোথায়
আম্মু: মিষ্টি মা আমার বলে মিষ্টিকে জরিয়ে ধরে কাঁদতে লাগলো।
মিষ্টি: আ আম্মু বা বাবা
বাবা: এই তো মা আমি বলে মিষ্টি কে জরিয়ে ধরে বললে মা রে আমি তোর কিছু হতে দেবে না বলে কাঁদতে লাগলো।
মিষ্টি: তোমরা সবাই এসেছো। বাবা তোমার মে মেয়ে আর তো তোমার কাছ থেকে চকলেট আর পুতুল চাই বে
বাবা: না মা না
মিষ্টি: আম্মু দাদি আমার জন্য ওখানে দাড়িয়ে আছে আমাকে নিয়ে যাবে বলে। আম্মু আমার খুব কষ্ট হচ্ছে। আমি পারছিনা। ভাইয়া
আহাদ: বোন আমার
মিষ্টি: ভাইয়া তুই দিশাকে ভা ভালো রাখিস। ওর কোনো কষ্ট না হয়। আর আম্মু তুমি বাবাকে দেখে রেখো আঃ
পরশ: তোমরা সরোতে আমি আমার মিষ্টিকে হাসপাতালে নিয়ে যাবো বলে মিষ্টিকে ধরতে
মিষ্টি: না আমি বললাম তো আমার সময় নেই। ভাইয়া তুই আম্মু বাবা বড় মা বড় বাবাকে দেখে রাখিস। আর মামনি
মামনি: হ্যা মা
মিষ্টি: মা মামনি আমার বরকে তোমার কাছে রেখে যা যাচ্ছি। তুমি দেখে রাখো। ওনার যেনো কষ্ট না হয়। আরে তোমরা কাঁদছো কেনো। আমাকে সবাই কথা দাও আমি চলে যাওয়ার পর কেউ কাঁদবে না। বলো।
পরশ: এই মিষ্টি আমি তোমাকে ছাড়া মরে যাবো।
মিষ্টি: আ আপনি কাঁদছেন কেনো। আমার বর কাঁদে না তো। আমার না আপনার ব বজ্জাত বউ হওয়ার খুব শখ ছিলো।
পরশ: না
মিষ্টি: আমি বজ্জাত বউ হতে পারলাম না। আপনি আমাকে একটা কথা দিন আমি চলে যাওয়া পর আপনি আর একটা মেয়ে দেখে বিয়ে করবেন।
পরশ: আমি শুধু তোমার মিষ্টি। বলে মিষ্টিকে শক্ত করে জরিয়ে ধরলো।
মিষ্টি: কি হলো কথা দিনআপনি বিয়ে করবেন। আর দেখবেন সেই মেয়েটা আপ আপনার বজ্জাত বউ হবে। কথা দিন।
পরশ: না
মিষ্টি: আঃ আঃ আল্লাহ। আমার শেষ ইচ্ছা টা পুরন করবেন বলেন। আর মামনি কে দেখে রাখবেন।
পরশ: তুমি আমাকে ছেরে যাবে না
মিষ্টি: আ আমি আপনার খুব ভা ভালো বা বা বাসি। আমাকে আরো শক্ত করে ধরুন। আমি পাড়ছি না। বলতে পরশ মিষ্টিকে শক্ত করে ধরে রাখলো।
পরশ: আমি আছি তো মিষ্টি। মিষ্টি এই মিষ্টি কথা বলছো কেনো। বলে মিষ্টির মুখটা সামনে এনে মিষ্টির মুখে পাগলে মতো চুমো দিতে লাগলো। এই মিষ্টি আম্মু আমার মিষ্টি কথা বলছে না কেনো। মিষ্টি এই মিষ্টি বলে মিষ্টিকে জাকাতে লাগলো।
মিষ্টির আম্মু: আমার মেয়ে টা আমাকে ছেড়ে চলে গেলো। আমি কি নিয়ে থাকবো। বলে জোড়ে জোড়ে কাঁদতে লাগলো
পরশ: চুপ একদম চুপ। কি সব বলছেন। মিষ্টি কোথাও যাই নি। দেখবেন আমি ডাকলে ও সারা দেবো। এই মিষ্টি তুমি ওদের বলে দেইতো তুমি কোথাও যাই নি। কি হলো কথা বলছো কেনো। দেখো অনেক দুষ্টামী করেছো। এবার না কথা বললে আমি রেগে যাবো কিন্তু কথা বলো না। আম্মু তুমি ওকে কথা বলতে বলো না আম্মু। দিশা তুই বল না
আম্মু: পরশ মিষ্টি আমাদের ছেড়ে চলে গেছে অনেক দুরে
পরশ: না তুমি মিথ্যা কথা বলছো। ও কোথাও যাই নি। আহাদ তুমি তো ডাক্তার আমার মিষ্টিকে দেখো না।
আহাদ: আমার বোনকে আমি বাঁচাতে পারলাম না বলে কাঁদতে লাগলো।
পরশ: না
মিষ্টির বাবা: বাবা আমার মেয়েটাকে আমার কাছে একটু দাও
পরশ:না না ও আমার কাছে থাকবে । আমি ওকে সবসময় জরিয়ে রাখবো।
দিশা: ভাইয়া এমন করছিস কেনো ভাবি আর নেই
পরশ: কি বলছিস না না আমার মিষ্টি আমায় ছেড়ে যেতে পারে না। এই মিষ্টি উঠে না। ও আমাকে কষ্ট দিয়ে মজা লাগছে তোমার না। বলবে নাতো কথা।
পরশের আম্মু: মিষ্টিকে ডাকলে ও আর সারা দেবো না বাবা। ওকে ছাড়।
পরশ: এরা সব কখন থেকে আজে বাজে কথা বলছে তুমি বলে দওতো তোমার কিছু হয়নি। বলো না মিষ্টি। তুমি দেখো সবাই কেমন কাঁদছে। এই মিষ্টি আমি তোমাকে কথা দিচ্ছা কখনো তোমার উপর রাগ দেখাবো না শুধু একবার কথা বলো না মিষ্টি।
দিশা: ভাইয়া তুই ভাবিকে ছাড়। ছাড় ভাইয়া বলে দিশা পরশের কাছ থেকে মিষ্টিকে ছাড়িয়ে নিলো। আঙেক আপনি ভাবিকে নিচে নিয়ে যান।
মিষ্টির বাবা: মা আমার বলে মিষ্টিকে জরিয়ে কাঁদতে লাগলো। তারপর কোলে তুলে নিয়ে নিচে নেমে গেলো।
দিশা: ভাইয়া এই ভাইয়া চল নিচে চল
পরশ:………
দিশা: ভাইয়া উঠ ভাইয়া। ভাইয়া তোর মিষ্টিকে নিচে নিয়ে গেছে চল
পরশ: মিষ্টি আমার মিষ্টি কোথাও নিয়ে যেতে দেবো না বলে পরশ ছাদ থেকে উঠে সিড়ি নিচে নামতে পেছন থেকে দিশা ভাইয়া বলে চিৎকার দিয়ে উঠলো……….
(চলবে)