দু’দিনের প্রেম
তাশফিকা নুর
অনির্বাণ,
ফিরে এসো গোটা কয়েক দিনের জন্য
এই ধরো দু’দিন!
হঠাৎ করে বর্ণনাহীন প্রেম জেগেছে।
শরীরের রন্ধ্রে রন্ধ্রে তোমার স্পর্শ পাবার আকুলতা কুঁড়ে খাচ্ছে!
তোমার সঙ্গে দু’দিনের প্রেম কাব্য রচিত করবো।
পদ্মা পাড়ের মোহনায় হাতে-হাত রেখে পায়ে-পা মিলিয়ে লক্ষাধিক স্বপ্ন দেখবো।
যে স্বপ্নে কষ্টেরা থাকবে না।
তারপর,
তোমার আমার না হওয়া সংসারের আক্ষেপগুলো দ্বিতীয়দিন খুব সন্তোর্পণে গুছিয়ে ফেলবো!
এরপর হয়তো না হওয়া যুগলের কন্টকাকীর্ণ যন্ত্রণাগুলো আমাকে মুষড়ে দিতে পারবে না!
দু’দিনের জন্য হলেও আমি তোমার পাগল প্রেমিকা হতে চাই!