অন্যরকম তুমি সিজন ২ পর্ব ৩
তানিশা সুলতানা
“মাম্মা কোথায় যাবে?
পরি আধো আধো গলায় বলে। ছোঁয়া থেমে যায়। তাকায় পরির দিকে।
সাদি পরির ফ্রক খুলে দিতে দিতে বলে
” আন্টি তোমার। মাম্মা না
“মাম্মা আমার। ফুপি বলেছে।
ছোঁয়া মুখ বাঁকায়।
” আপু লাগি তোমার। তোমার আর আমার বয়সের ডিফারেন্ট খুব বেশি না।
ছোঁয়া এক সেকেন্ড ও দাঁড়ায় না সাদির রুমে। এতো অপমানের পরে এখানে সে থাকতে পারবে না। চলে যায় তনুর রুমে। তনু সবেই ফ্রেশ হয়ে বিছানায় বসেছে। ছোঁয়াকে দেখে দাঁড়িয়ে যায়। ছোঁয়া মাথা নত করে দাঁড়িয়ে আছে। চোখে তার টলমল করছে পানি। মুখটা শুকনো।
তনু এগিয়ে আসে। ছোঁয়ার কাঁধে হাত রাখে
“ছোঁয়া কি হয়েছে তোমার?
ছোঁয়া এবার ফুঁপিয়ে কেঁদে ওঠে। তনুর হাতটা শক্ত করে ধরে কান্না করতে করতে বলে
” প্লিজ আপু আমাকে তোমার কাছে থাকতে দাও। আমি কালকেই চলে যাবো বাড়িতে।
তনু ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ছোঁয়াকে বসায় খাটে। তারপর নিজেও পাশে বসে
“কি হয়েছে আমায় বলো?
” আমি ওই রুমে থাকতে পারবো না আপু প্লিজ। উনি আমাকে বেরিয়ে আসতে বলেছে। আমি তোমার কাছে থাকবো।
“তুমি কিছু না বললে আমার ভাই কখনোই তোমাকে বের করে দিবে না ছোঁয়া।
মাথা জবাব দেয় না। চুপ করে থাকে। তনু তাকে পাঠিয়ে দেবে বেশ বুঝতে পারছে। যেখানে নিজের বাবা মা ই শুনলো না, বুঝলো না ছোঁয়াকে সেখানে অচেনা একটা মেয়ে কি করে বুঝবে?
“ছোঁয়া নতুন সংসার শুরু করেছো। ভালোবেসে বিয়ে না তোমাদের। সংসারে ঝামেলা হবেই। আর আমার ভাই একটু কর্কশ। তোমাকেই মানিয়ে নিতে হবে৷
ছোঁয়া এখনো কিছু বলে না। কান্না থেমে গেছে তার। তাজে শান্তনা দেওয়ার মতো কেউ নেই। জীবনটা বদলে গেছে তার।
তনু বুঝতে পারে ছোঁয়ার মনের অবস্থা।
” ঠিক আছে আজকের রাতটা এখানে থাকো তুমি। কালকে থেকে মানিয়ে নিবে।
খুশিতে ছোঁয়ার চোখ দুটো চিকচিক করে ওঠে। সে জড়িয়ে ধরে তনুকে। অসংখ্য ধন্যবাদ দেয় তাকে।
তনু মৃদু হাসে।
ফ্রেশ হয়ে তনুর একটা জামা পড়ে ঘুমিয়ে পড়ে ছোঁয়া। সকাল সাড়ে আটটায় ঘুম ভাঙে ছোঁয়ার। পাশে তনুকে দেখতে পায় না। পেট মোচড় দিচ্ছে। ভীষণ খিধে পেয়েছে তার। এখন জলদি খেতে হবে।
ফ্রেশ হয়ে মাথায় কাপড় টেনে রুম থেকে বের হয় ছোঁয়া।
খাবার টেবিলে সাদেক, তনু, দাদাশ্বশুর সিদ্দিক, আর চাচাশ্বশুর সেলিম খাচ্ছে।
সাবিনা আর মনি ওনাদের খাবার বেরে দিচ্ছে।
ছোঁয়াকে দেখে সাদেক এক গাল হেসে বলে
“ছোঁয়া উঠেছো মা? এসো আমার পাশে বসো।
ছোঁয়া খুশি হয়ে শ্বশুরের পাশে বসতে যায়। তখনই সাবিনা কর্কশ গলায় বলে ওঠে
” ওর স্বামী খেয়েছে? সে উঠেছে? তাকে খাইয়েছে? ও খেতে বসবে কি করে?
ছোঁয়ার মুখটা কালো হয়ে যায়। সে অগোচরে ভেংচি কাটে সাবিনা বেগমকে।
তারপর বলে ওঠে
“আপনার ছেলেকে ব্রাশ করিয়ে খাইয়ে দিতে হয়?
সিদ্দিক গম্ভীর চোখে তাকায় ছোঁয়ার দিকে। সাবিনা রেগে বম। সাদেক, তনু আর সেলিম মিটমিট করে হাসছে। মনি অসহায় চোখো তাকায় ছোঁয়ার দিকে। বেচারি এখন ধমক খাবেই খাবে।
সাবিনা হাতে থাকা ভাতের গামলা ঠাসস করে টেবিলে রাখে।
” এই মেয়েকে এই বাড়িতে রাখবো না আমি। একটা কথাও মাটিতে পরতে দেবে না এ। এতো অসভ্য মেয়ে।
ছোঁয়া গাল ফুলিয়ে মাথা নিচু করে ফেলে। তারপর রিনরিন করে বলে
“আপনি খালি ধমক দেন কেনো শাশুড়ী? ভালোবেসে তো বলতে পারেন।
” তোমার সাথে ভালোবেসে কথা বলবো আমি? তোমার
বাকিটা শেষ করার আগেই চোখ পড়ে সিঁড়ির দিকে। সেখানে পরিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে সাদি। সে যে সব শুনে ফেলেছে বুঝে যায় সাবিনা। তাই সে চুপ করে যায়। কথাবার্তা ছাড়া ছেলের জন্য খাবার বাড়তে থাকে।
সাদি ছোঁয়ার দিকো গম্ভীর চোখে তাকিয়ে বড়বড় পা ফেলে চেয়ারে গিয়ে বসে। আর পরিকে পাশে বসিয়ে দেয়।
সাদির প্লেটে করলা সিদ্ধ আর রুটি। এটা কি করে খাচ্ছে লোকটা? এ কি মানুষ?
ছোঁয়া বড়বড় চোখ করে দেখতে থাকে। আজকে মনে হচ্ছে খাবার পেটে পড়বে না। শ্বশুর বাড়ি এতো কষ্ট কেনো?
সাবিনা সাদিকে বলে
“সাদু তোর বউ মুখে মুখে তর্ক করে। এরকম চলতে দেওয়া যাবে না। বউকে থামা। নাহলে বউকে তাড়িয়ে দে।
সাদি কথা বলে না। খেতে থাকে।
ছোঁয়া ভ্রু কুচকে তাকায় শাশুড়ীর দিকে৷ এটা শাশুড়ী?
” ঠিক আছে সাদু।
আমাকে বাড়িতে দিয়ে আসুন। এখানে থাকার আমারও ইচ্ছে নাই। কারো মুখো রসকষ নাই। সবাই খালি বকেই যাচ্ছে। এই জন্যই আপি পালিয়েছে। আগেই বুঝে গেছিলো এটা করলার বংশধর।
সাদির খাওয়া থেমে যায়। সে কটমট চোখে তাকায় ছোঁয়ার দিকে। সাবিনাও রেগে তাকায়। যেনো খেয়েই ফেলবে ছোঁয়াকে।
ছোঁয়া সবার দিকে এক পলক তাকিয়ে আবারও বলে
“এভাবে তাকাতে হবে না আমার দিকে। দিয়ে আসুন আমায়।
বলেই ছোঁয়া চলে যায়।
পরি খিলখিল করে হেসে ওঠে। সে মুখে ডিম পুরে বলে ওঠে
” পাপা মাম্মা সাদু বললো
তনু মুখ চেপে ধরে পরির।
সাদি রুটি মুঠো করে ধরে। সব রাগ রুটির ওপর ঝাড়ছে।
“এই মেয়েকে এক্ষুনি তাড়াও এই বাড়ি থেকে। তার মুখটাও দেখতে চাই না আমি।
চলবে
মারাক্তক ছোট হয়েছে। কালকেই নেক্সট পর্ব দিবো। আর বড় করে দিবো।