তারপর আর কেউ জানেনি তোমার কথা
আমার লেখা একশো খাতার সব কবিতা
তারপর আমি ভাসিয়েছিলাম সিন্ধুজলে,
সঙ্গোপনে কোলাহলের অন্তরালে
পাড়ের কাছে দাঁড়িয়ে ছিলাম একটা প্রহর;
বলেছিলাম, “সিন্ধু, তোমার জলের ভেতর
ডুবিয়ে রাখো এক জীবনের সকল লেখা,
ডুবিয়ে রাখো শব্দ দিয়ে অঙ্কিত সব চিত্র,রেখা।
ডুবিয়ে রেখো নিমজ্জনের সূত্র কভু ভুলও হলে,
সবটুকু জল কভু যদি উঠেও আসে এই স্থলে।”
অনন্তকাল গর্জে যাওয়া একটা সাগর শান্ত হল হঠাৎ তখন,
একটা বিশাল বিস্তৃত তীর মৌনতাতে ছাওয়া ছিল কয়েকটা ক্ষণ।
কেবল সেদিন সমুদ্রটাই জেনেছিল সব কবিতা,
তার পরে আর কেউ জানেনি তোমার কথা।
কবিতা: কেউ জানেনি
~নাফিস ইবতিদা সামি
……………………………
……………………………………………….
অনেক রাত,
ক্লান্তি গুলো ভীরু পায়ে
দুচোখের পাতায় ভর করতে চাইছে,
বাইরে ঝুম বৃষ্টির মাতলামো,
ঘরের নীলাভ আলোয়
জানালার কাঁচ বেয়ে জলের গড়িয়ে পড়ার
তাড়াহুড়ো দেখছিলাম,
আধো জাগরণে মন
কান পেতে শুনছিলো রূপকথাদের চুপ-কথা।
ক্ষণের সমষ্টি ?
কতোক্ষণ মনে নেই।
মীরা।
……………………………