বজ্জাত বউ .
লেখিকা বিলকিস
পর্ব ১
এতো ক্ষুন কেউ এভাবে বসে থাকে বলুন তো। তারপর আবার ঘুম পারছে। আর ওনার আসার নাম নেই। এই দেখি আমি আমার পরিচয় টা দেওয়া হলো না। আমি মিষ্টি আর আজ আমার বিয়ে হয়েছে আর আমি এখন বাসর ঘরে বসে আছে। ঘরটা সুন্দর করে সাজিয়ে। আর যার সাথে আমার বিয়ে হয়েছে মানে আমার বর কি যেনো বিয়ে পড়ানো সময় কাজি বললো ও হ্যা পরশ। ওনার এখানো আসার সময় হলো না। আর এদিকে আমার ঘুম পাড়ছে আর বসে থাকতে থাকতে মাজাও যাচ্ছে দুর ভাল লাগে না আপনারা বলুন কি করি। ওই যে এসেছে আমার বর।
মিষ্টি: দাড়ান কোথায় ছিলেন আপনি?
পরশ: কেনো
মিষ্টি: কেনো মানে আমি আপনার বউ তাই আপনি কোথায় থাকেন আমার জানার অধিকার আছে।
পরশ: দেখো
মিষ্টি: চুপ করুন তো। একে তো এতো পরে এসেছে তারপর এবার বড় বড় কথা। আপনি জানেন আমি আপনার জন্য আমার ঘুমটা বারবার তারিয়ে দিচ্ছি।
পরশ: আমি তো তারাতে বলেনি।
মিষ্টি: আবার কথা বলে চুপ করে দাড়ান। আমি আপনাকে আগে সালাম করি।
পরশ: সালাম করছো কেনো।
মিষ্টি: আমার ইচ্ছে তাই। আমাকে বলেছে তাই। এখন আমার gifts দিন
পরশ:gifts কিসের
মিষ্টি: এই শালা সাদা বাঘ বলে কিনা gifts কিসের আমার। কেনো রে তুই জানিস না বাসর রাতে বউকে gifts দিতে হয়। দেখেতো মনে ভদ্র আসলে একটা শয়তান
পরশ: খবরদার আমাকে শয়তান বলবেন না।
মিষ্টি: তো কি বলবো জান বললো( দাঁতে দাঁত চেপে) একেতো কোনো gifts নেই আবার একটা ফুলও নেই। এই শুনন gf.থাকলে মাথায় থেকে জেরে ফেলুন। ( হাই তুলে) আমার খুব ঘুম পাচ্ছে। আমি ঘুমাতে যাচ্ছি আর আপনি ওখানে মিষ্টি রাখা আছে খেয়ে নেবেন good night., বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম।
পরশ: কি মেয়ে বাবা। আম্মু আমার ঘাড়ে কাকে এনে বসিয়েছে এতো আমার ঘাড় মটকাবো। হে আল্লাহ তুমি আমার মতো শান্ত ভদ্র ছেলে জন্য এই মেয়ে দিলে। পরশ তুই ফেসে গিয়েছিস ( মনে মনে)
মিষ্টি: এই যে শুনুন
পরশ: কি বলুন
মিষ্টি: আমি একা একা ঘুমাতে পারি না। বিয়ে আগে আম্মু থাকতো আর এখন আপনি থাকবেন। এগুলো তারাতারি শেষ করে শুয়ে পড়ুন।
পরশ: পড়ছি। বলে পরশ মিষ্টি পাশে গিয়ে শুয়ে পড়লো।
মিষ্টি: আপনার হাতটা দেনতো ( পরশ দিকে মুখ করে)
পরশ: হাত কেনো
মিষ্টি: আমি খাবো দিন না বলে আমি ওনার হাত টা টান দিয়ে নিজের হাত দিয়ে আটকে ধরে ঘুমিয়ে পড়লাম।
পরশ: এই মেয়ে যে ভাবে আমার হাতটা টান দিলো আর একটু হলে ছিড়ে যেতো। পরশ তোর কপালে আর কি আছে উপনি ওনি আর নিচে ইনি জানেন। আমারো ঘুম পাচ্ছে ঘুমিয়ে নেই বলে আমি ঘুমিয়ে পড়লাম
পরে দিন
মিষ্টি: পরেদিন সকালে আমার ঘুম ভাঙতে দেখি ঘড়িতে ৭ টা বাজে। অনেক দেরি হয়ে গেছে যাই ফ্রেস হয়ে নেই বলে আমি উঠতে যাবো তখন একটা টান লাগতে আবার বিছানাতে শুয়ে পরি আরে আমিতো ভুলে গিয়েছিলাম কাল রাতে আমি ওনার হাতধরে ঘুমিয়ে ছিলাম। আর আপনারা কি মনে করছিলেন যাই। এবার ওনার দিকে তাকিয়ে দেখি যে হাতটা আমি ধরে নেই ওনি আমার হাতটা ধরে আসে। হায়। আল্লাহ আমার বরটা দেখতে কি সুন্দর মুখটা মায়াবী, গায়ের রং ফসা তবে আমার রং থেকে একটু কম। মুখে খোচা খোচা দাড়ি চুল গুলো একটু বড় বড় সবমিলে যেনো হুহ্ বলতে পারছিনা। একটা নজর টিকা লাগিয়ে দেই যদি নজর লেগে যাই আমি ওনার কপালে একটা চুমো খেলাম তারপর হাতটা ছারিয়ে ওয়াশরুমে চলে গেলাম।
পরশ: মনে মনে কপালে একটা সম্পশ পেলাম। তাহলে ওকি আমাকে কিস করলো। যে ধুরিবাজ মেয়ে বলতে গেলো একশোটা বাহানা বানাবে। বলে আমার মুখে কি যেনে এসে পড়লো। ভালোকরে তাকিয়ে দেখি শাড়ি
মিষ্টি: হ্যা শাড়ি ( ওয়াশরুমে সামনে দাড়িয়ে)
পরশ: তুমি এভাবে দাড়িয়ে আছো কেনো।
মিষ্টি: কিভাবে
পরশ: এই যে শুধু ব্লাউজ আর পেটিকোট পড়ে। তোমার লজ্জা করছে না
মিষ্টি: না লজ্জা করছে না। কারন আমি ৬ লক্ষ ১ টাকারদেরমহর নিয়ে যাকে বিয়ে করেছি তার সামনে দাড়িয়ে আছি। তাছাড়া আমার লজ্জা টজ্জা নেই।
পরশ: শাড়ি দিয়ে করবো
মিষ্টি: পড়বেন আই মিন আমাকে পড়াবেন।
পরশ: আমি পড়াতে পারি না।
মিষ্টি: বিয়ে যখন করেছেন শাড়িটা আপনাকে পড়াতে হবে। না হলে আমি এভাবে নিচে যাবো বলে আমি দরজায় সামনে যেতে
পরশ: পড়াচ্ছি
মিষ্টি: good সোয়ামী।
পরশ: what is সোয়ামী।
মিষ্টি: সোয়ামী হলো বউয়ে স্বামী। আর আপনি আমার স্বামী। তাই আজ থেকে আমি আপনাকে সোয়ামী বলে ডাকবো।
পরশ: পরশ তুই কোন যাতা কলে ফেসেছিসরে।
মিষ্টি: আমার যাতা কলে। এখন শাড়িটা পড়ান।
পরশ: আমি খুব কষ্ট ওকে শাড়িটা পড়িয়ে দিলাম। শাড়ির পড়ানো পর ওর দিকে তাকাতে দেখি ও খুব সুন্দর। কাল রাতে অল্প আলো ভালো করে দেখি এখন দেখছি সত্যি অসাধারন। আম্মু আমার বউ এনেছে সুন্দর কিন্তু
মিষ্টি: কি দেখছেন এভাবে
পরশ: কিছু না বলে আমি ওয়াশরুমে চলে গেলাম।
মিষ্টি: ন্যাকা আমি কিছু বুঝি নাহুহ। যাই একটু সেজে গুজে নেই নতুন বউ বলে কথা । তারপর আমি চোখে মোটা করে কাজল দিলাম, হালকা লাল লিপিস্টিক পড়লাম, চুলো ছেড়ে দিলাম আর হালকা গহনা পড়ালাম।
পরশ: আমি ফ্রেস হয়ে বেড়াতো দেখি ও সামনে দাড়িয়ে আছে সেজে আরো বেশি সুন্দর লাগছে বিশেষ করে ঠোট আর চোখ যেনো ভাষা প্রকাশ করা যাবে না ( মনে মনে) সামনে দারিয়ে কেনো।
পরশ: আমাকে কেমন লাগছে। অবশ্য আমি জানি আমাকে সুন্দর লাগছে তবুও আপনার মুখ দিয়ে শুনতে ইচ্ছে করছে সোয়ামী।
পরশ: দেখো তুমি আমাকে এই সোয়ামী বলে ডাকবে না। আমার নাম আছে নামধরে ডাকবে।
মিষ্টি: আপনি পড়াশুনা করেননি।
পরশ: মানে আমি লন্ডন থেকে পড়েছি
মিষ্টি: আমার তো মনে হয় না। কারন আমাদের বইপএ আছে বড়দের নাম ধরে ডাকতে নেই সোয়ামী। আর আপনি আমার ৭ বছরে বড়। এখন বলুন কেমন লাগছে।
পরশ: ভালো
মিষ্টি: তাহলে নজর টিকা দিন
পরশ: নজর টিকা মানে…….
চলবে………..
সবগুলো পর্বের লিংক একসাথে