#চেম্বার_কথন_২৪
জনৈক: “আপনি এত সুন্দর করে কথা বলেন … …
… আচ্ছা আপনার কোন পেশেন্ট বলেনি যে আপনার প্রেমে পড়েছে?”
আমি: ” আসলে চেম্বারে কথা বেঁচে পয়সা পাইতো, তাই সুন্দর করে কথা বলি! না হলে দেখতেন, আপনার স্ত্রীর থেকে আমার দাঁত, মুখ, নখ কোনটার ধারই কম নয় বরং একটু বেশিই।”
আমার রবিঠাকুরের একটা কথা মনে পড়লো,
“ নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।
নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে;
কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে। ”
পুনশ্চ: ভদ্রলোকের স্ত্রী বিশিষ্ট নারীবাদী নেত্রী। ভদ্রলোক মুগ্ধ হয়ে প্রচণ্ড বিপত্তি পেরিয়ে এই গাঁটছড়া বেঁধে ছিলেন। কিন্তু এখন আর ভালো লাগে না।
*অপ্রাসঙ্গিক মন্তব্য পরিহার্য।
*আমরা মাঝে মাঝেই জানি না নিজেই কি চাই!
* আবার যা চাই সেটা আসলে কতদিন ধরে পেলে
মনটা ভরে যাবে?
* এক জিনিস/ মানুষে মন ভরে নাকি ভরে না?
* তৃপ্তি বলতে আমি কি বুঝি?
* আত্মমর্যাদার সাথে কি আমি তৃপ্তি খুঁজি?
* নাকি নিজেকে অসম্মানিত করে হলেও ক্ষণিকের
তৃপ্তি খুঁজি?
অধ্যাপক ডা সানজিদা শাহরিয়া.
চিকিৎসক, কাউন্সিলর, সাইকোথেরাপি প্রাকটিশনার।