Skip to content

kobitor

সেরা গল্পের ওয়েবসাইট

Connect with Us

Social menu is not set. You need to create menu and assign it to Social Menu on Menu Settings.

Categories

  • Golpo
  • Kobita
  • love story link
  • More Than Love
  • Picture Status
  • sad golper link
  • Uncategorized
  • অতৃপ্ত আত্মা
  • অনির কলমে আদ্রিয়ান
  • অন্তর্হিত কালকূট
  • অন্যরকম তুমি
  • অন্যরকম বউ
  • অরোনী তোমার জন্য
  • আত্মা
  • আমার তুমি
  • আমার তুমি সিজন ২
  • আমি পদ্মজা
  • আরশিযুগল প্রেম
  • ইট পাটকেল
  • ইসলামিক গল্প
  • উইল ইউ ম্যারি মি?
  • উপন্যাস
  • এক কাপ চা
  • এক প্রহর ভালোবাসা
  • এক মুঠো কাঁচের চুরি
  • এক মুঠো রোদ
  • এক সমুদ্র প্রেম
  • একটি ডিভোর্স লেটার
  • একটি রাতের গল্প
  • ওহে প্রিয়
  • কাঞ্চাসোনা
  • কালো বউ
  • কিছু জোড়া শালিকের গল্প
  • কোথাও কেউ ভালো নেই
  • ক্যান্সার যুদ্ধ
  • ক্যামেলিয়া
  • খুন
  • ঘেউলের সংসার
  • চার আনার জীবন
  • চিঠি
  • চিত্ত চিরে চৈত্রমাস
  • চেম্বার কথন
  • জলনূপুর
  • জানা অজানা
  • জীবন যখন যেমন
  • জীবনি
  • জ্বিন রহস্য
  • টু ফাইভ এইট জিরো
  • ডার্ক সাইট অফ এ বিউটিফুল লেডি
  • ডিভোর্স
  • ডিভোর্স পেপার
  • তিনি আমার সৎ মা
  • তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর
  • থ্রিলার নভেম্বর রেইন
  • দাম্পত্য সুখ
  • দেহ
  • দ্বিতীয় পুরুষ
  • দ্যা ব্লাক বুক
  • ধারাবাহিক গল্প লিংক
  • নবনী
  • নীল ক্যাফের গল্প গ্রুপ
  • নীল চিরকুট
  • নীলার শাশুড়ী
  • নয়নে লাগিল নেশা
  • পরগাছা
  • পরবাসী মেঘ
  • পাপ
  • পিশাচ দেবী
  • পিশাচ পুরুষ
  • পুকুর রহস্য
  • পৃথিবীর সেরা প্রেমের কবিতা
  • প্রণয়ের আসক্তি
  • প্রতিশোধ
  • প্রাণি জগত
  • প্রিয়োসিনী
  • প্রেমাতাল
  • প্রেমিক অপ্রেমিকের গল্প
  • ফিরতি উপহার
  • ফুলসজ্জা
  • ফ্রিজ
  • বজ্জাত বউ
  • বন্ধু
  • বিচ্ছেদ
  • বিমূর্ত প্রতিশোধ
  • বিশ্বাস অবিশ্বাস
  • বিয়ের চাপ
  • বৃষ্টিময় প্রেম গল্প
  • বৃহন্নলার ডিভোর্স
  • বেপরোয়া ভালোবাসা
  • ভাড়াটিয়া
  • ভাবির সংসার
  • ভালোবাসা রং বদলায়
  • ভুতের গল্প
  • ভ্যাম্পায়ার বর
  • ভয়ংকর নির্জন
  • ভয়ঙ্কর সেই মেয়েটি
  • মায়াবতী
  • মুভি
  • মেঘে ঢাকা আকাশ
  • মেঘের দেশে প্রেমের বাড়ি
  • যেদিন তুমি এসেছিলে
  • যেদিন তুমি এসেছিলে সিজন ২
  • রানিং গল্প
  • রুম নম্বর ৯০৯
  • রূপকথা
  • রোদ শুভ্রর প্রেমকথন
  • রোমান্টিক অত্যাচার
  • লিংক+রিভিউ
  • লিখিত পরীক্ষা দিয়ে বিবাহ
  • লেখক
  • শিমুল ফুল
  • শিশির বিন্দু
  • শিশিরের আদ্র
  • শেষ
  • শেষ পেইজ
  • শ্রাবন আধারে তুমি
  • সঙ্কোচ
  • সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে
  • স্যার i love you
  • হাসির গল্প
  • হীরের নাকফুল ও লাল বেনারসি
  • ১৬ বছর বয়স
  • ১৮ বছর বয়স
Primary Menu
  • Home
  • Picture Status
  • Blog
  • Kobita
    • পৃথিবীর সেরা প্রেমের কবিতা
  • লেখক
  • লিংক+রিভিউ
    • love story link
    • sad golper link
  • রানিং গল্প 2
    • জলনূপুর
    • অন্তর্হিত কালকূট
    • সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে
    • ধারাবাহিক গল্প লিংক
    • মেঘের দেশে প্রেমের বাড়ি
    • এক মুঠো কাঁচের চুরি
    • নবনী
    • শেষ
    • শেষ পেইজ
    • বিমূর্ত প্রতিশোধ
    • শ্রাবন আধারে তুমি
    • লিখিত পরীক্ষা দিয়ে বিবাহ
    • কোথাও কেউ ভালো নেই
    • চিত্ত চিরে চৈত্রমাস
    • পরবাসী মেঘ
    • খুন
    • ভালোবাসা রং বদলায়
    • আত্মা
  • ভুতের গল্প
  • Golpo
    • জীবনি
    • ইসলামিক গল্প
    • প্রাণি জগত
    • জানা অজানা
    • হাসির গল্প
  • উপন্যাস
    • ওহে প্রিয়
    • ডার্ক সাইট অফ এ বিউটিফুল লেডি
    • স্যার i love you
    • বজ্জাত বউ
    • কিছু জোড়া শালিকের গল্প
  • নীল ক্যাফের গল্প গ্রুপ
    • নয়নে লাগিল নেশা
    • প্রিয়োসিনী
    • চিঠি
    • বেপরোয়া ভালোবাসা
    • শিশিরের আদ্র
    • মায়াবতী
  • Home
  • নীল ক্যাফের গল্প গ্রুপ
  • কালোবউ পর্ব ১৯
  • কালো বউ
  • নীল ক্যাফের গল্প গ্রুপ

কালোবউ পর্ব ১৯

alamin21 11/01/2023 1 min read
কাউকে ঠকালে কি হয়

.

লেখিকাঃTahmina Toma

কালোবউ পর্ব ১৯

মেঘলাঃ (উনি জড়িয়ে ধরায় আমার হুঁশ ফিরলো। রাগের মাথায় আজ কীসব বলে দিয়েছি। এখন ভয়ে দম বন্ধ হয়ে আসছে। কী আছে কপালে আল্লাহ জানে??)

আকাশঃ (অনেক সময় হয়ে গেছে মেঘলা আমার বুকে মাথা রেখে চুপচাপ আছে৷ এভাবে জড়িয়ে ধরে আমিও এখন অস্বস্তিতে পরে গেছি। কী বলবো এখন?) আমি ওয়াশরুম থেকে আসছি,,,,,(ওকে সরিয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেলাম)

মেঘলাঃ( চুপচাপ বসে আছি সোফায়। আজ আমার কী হয়েছিলো?? এত সাহস কোথায় পেলাম?? আর উনারই বা কী হয়েছিলো?? একটুও রাগ করলো না উল্টো জড়িয়ে ধরলো??)

সন্ধ্যায়

চাঁদঃ ভাঁবি দেখো আবার সব এক এনেছে ভাইয়া?? তোমার গ্রাউনটা ব্লাক আমারটা আবার হোয়াইট। ভাইয়া আমার জন্য সবসময় হোয়াইট আনে।(মন খারাপ করে)

মেঘলাঃ কারণ তোমাকে হোয়াইট ড্রেসে সবসময় এঞ্জেল লাগে। (মিষ্টি হেঁসে) আর তোমার ভাইয়ার মনে হয়ে ব্লাক হোয়াইট আর ব্লু কালার ছাড়া কোন কালার চোখে পড়ে না। এখন তাড়াতাড়ি রেডি হও।আবার তোমার ভাইয়া রাগ করবে। আর ভাই আসবে,,, কবে থেকে ভাইয়ের সাথে কথা বলি না। তাড়াতাড়ি করো না।

চাঁদঃ মাহিন ভাইয়া আসবে কখন (মন খারাপ করে)

মেঘলাঃ আব্বা তো বলেছিলো সন্ধ্যায় তাড়াতাড়ি চলে আসবে।

চাঁদঃ ওহ্ (জানি না কেন মাহিন ভাইয়া সবসময় আমাকে এড়িয়ে চলে? সবার সাথে কী সুন্দর করে কথা বলে। কিন্তু আমাকে দেখলেই সেখান থেকে চলে যায়। কী করেছি আমি?? উনার সাথে আমি খারাপ ব্যবহার করিনিতো কখনো,,,তাহলে এমন কেন করে?? মাহিন ভাইয়াকে যে আমার অনেক ভালো লাগে।)

মেঘলাঃ কী হলো চাঁদ??

চাঁদঃ কিছু না (জোর করে হেঁসে) 

মেঘলাঃ ( আমি আর চাঁদ রেডি হয়ে নিলাম।) চাঁদ হিজাব?? 

চাঁদঃ আরে ভাবি আমরাতো বাড়িতেই আছি। হিজাব পড়বো না।

মেঘলাঃ কিন্তু,,,,, 

চাঁদঃ কিছু হবে না,,,,,চলো,,

মেঘলাঃ (গার্ডেনে আছে সবাই। আমরাও সেদিকে গেলাম)

আকাশঃ (গেস্ট সব প্রায় এসে পড়েছে। এই দুই মহারানীর এখনো আশার সময় হয়নি। সবাই জিজ্ঞেস করছে মিসেস চৌধুরী কোথায়?? বাসার দিকে তাকাতেই আমি হা করে আছি। মেঘলাকে কালো গ্রাউনে এতো সুন্দর লাগতে পারে আমি কল্পনাও করতে পারিনি।ব্লাক গ্রাউন, ব্লাক ডায়মন্ডের জুয়েলারি, মুখে হালকা মেকআপ, চোখে গাড় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া,,,,, চোখ ফেরানো দায়। চাঁদটাকেও এঞ্জেল লাগছে সব সময়ের মতো) 

মেঘলাঃ (সামনে তাকাতেই আকাশের দিকে চোখ গেলো। ব্লু শার্টের উপর ব্লাক ব্লেজার, ব্লাক প্যান্ট, ব্লাক শো, হাতে রিচ ওয়াচ, চুলে হয়তো জেল দেয়নি,,,ঘন সিল্কি চুলগুলো হালকা উড়ছে, কপালে কিছু চুল পড়ে, চুলগুলো হাত দিয়ে একবার পিছনে দিলো,,,,, সত্যি প্রত্যেক মেয়ের স্বপ্নের রাজকুমার হয়তো আকাশের মতোই। আমি সত্যি লাকী তাই এমন হাসবেন্ড পেয়েছি। ভালোবাসা নাহয় নাই পেলাম। সবার ভাগ্যেতো আর ভালোবাসা থাকে না।)

চাঁদঃ কী হলো ভাবি দাঁড়িয়ে গেলে কেন?? চলো,,,,,

মেঘলাঃ হুম চলো,,,,,

আকাশঃ (চোখ সরিয়ে নিলাম ওর থেকে। আবার গেস্টদের সাথে কথা বলতে শুরু করলাম।) 

মেঘলাঃ (আব্বা-মার কাছে গেলাম। তাদেরও চেনা যাচ্ছে না। আব্বা দামী প্যান্ট-শার্ট ব্লেজার পরেছে। মা আর আমার শাশুড়ি মা একই শাড়ি পরেছে শুধু কালার ভিন্ন। গেস্টদের সাথে কথা বলছে সবাই।) তোমাদের সবাইকে অনেক কিউট লাগছে।

শাশুড়ী মাঃ এই বুড়ো বয়সে কিউট। কী যে বলে না বেয়াইন আপনার মেয়ে??

মাঃ হুম,,,,, ঠিক বলেছেন। 

মেঘলাঃ বুঝলে চাঁদ সত্যি কথার দাম নেই এই জামানায়। 

চাঁদঃ ঠিক বলেছো ভাবি।

শাশুড়ী মাঃ দুটোই বড্ড দুষ্টু। কিন্তু আমার মা দুটোকে পরী লাগছে একদম।

মাহিনঃ আর আমাদের কেমন লাগছে আন্টি??

মেঘলাঃ (সবাই পিছনে তাকিয়ে দেখি ভাই আর উনি দাঁড়িয়ে আছে। ভাইকে জড়িয়ে ধরলাম)  ভাই,,,,,

মাহিনঃ কেমন আছিস পেত্নী?? (ভার গলায়)

মেঘলাঃ তোর সাথে ঝগড়া না করে ভালো থাকতে পারি নাকি?? তুই কেমন আছিস?? 

মাহিনঃ তোর চুল না ছিড়ে, রিমোট নিয়ে মারামারি না করে কেমন থাকতে পারি?? তোকে ছাড়া বাড়িতে ভালো লাগে নারে পেত্নী। তাই বাড়িতে বেশী থাকি না এখন ফ্রী থাকলে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেই।

মেঘলাঃ (ভাইয়ের সাথে আমার ভালোবাসার থেকে মারামারির সম্পর্ক বেশী) জানি জানি কেমন ভালো লাগে না। এতদিনে একবার কেউ দেখতে এসেছিস। বাড়ি থেকে তাড়িয়ে বেঁচে গেছিস। এখন পৃথিবী থেকে বিদায় নিলে সবাই বেঁচে যায়(আকাশের দিকে তাকিয়ে) 

সবাই একসাথেঃ মেঘলা,,,,,,

মাহিনঃ এসব কেমন কথা মেঘ?? নতুন চাকরি ছুটি পাওয়া যায় নাকি।

মেঘলাঃ(আকাশ আমার দিকে এমন করে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে নেবে)

আকাশঃ(এই মেয়ের মুখে ভালো কথা আসে না)

চাঁদঃ(মাহিন ভাইয়াকে আজ অনেক হান্ডসাম লাগছে। ড্রেসও আমার সাথে মিলে গেছে। হোয়াইট শার্ট, হোয়াইট প্যান্ট, হোয়াইট ব্লেজার। ড্রেসআপ পুরো ভাইয়ার মতোই শুধু কালার চেঞ্জ। কিন্তু আমায় যেন দেখতেই পায়নি এমন ভাব করছে)

মাহিনঃ (পিচ্চিটাকে আজকেও পরীর মতো লাগছে,,, পুরো হোয়াইট এঞ্জেল। এভাবে কেন তাকাও পিচ্চি?? আমার মন যে পাথর দিয়ে তৈরি নয়। কতক্ষণ শক্ত করে রাখবো। আমি যে তোমার যোগ্য নই। তুমি বড়লোক বাবা আর ভাইয়ের আদরের দুলালী। সেখানে আমি গরীর বাবার একটা ছোট চাকরি করা ছেলে। তোমার ভাই কোনদিন মেনে নেবে না। বরং আমার বোনের সংসারে অশান্তি হবে যা আমি কোনদিন হতে দেবো না) কেমন আছেন আন্টি??

আকাশের মাঃ হ্যাঁ বাবা ভালো,,, তুমি কেমন আছো??

মাহিনঃ জী আন্টি ভালো?? পিচ্চি কেমন আছো??(চাঁদের দিকে তাকিয়ে) 

চাঁদঃ জী ভাইয়া ভালো।(আসছে আমি নাকি পিচ্চি?? আপনি পিচ্চি আপনার বউ পিচ্চি,,,, না না বউতো আমি হবো(লজ্জা পেয়ে) আর আমি পিচ্চি না।)

আকাশের মাঃ তোমরা যাও নিজেদের মতো এনজয় করো।

আকাশঃ মাহিন চলো ওদিকটায় যাই।

মাহিনঃ ওকে ভাইয়া,,,,

মেঘলাঃ চাঁদ চলো দেখি লিজা এসেছে কিনা?? ডাইনিটাকে বিকেলে আসতে বলছি এখনো নাম নেই আসার।

রুপঃ মেঘমনি,,,,,,,, 

মেঘলাঃ আপু,,,,,, 

সজীবঃ হাই চাঁদ,,,, 

চাঁদঃ 🙄 হাই ভাইয়া,,,,,,,,

মেঘলাঃ সজীব তুই,,,

রুপঃ তুই সজীবকে চিনিস??

মেঘলাঃ হুম ও আর আমি এক সাথেই পড়ি। তুমি ওকে চেনো??

রুপঃ রবিনের ছোট ভাই সজীব আমার দেবর।

মেঘলাঃ ওহ্ 

আকাশঃ আরে মিসেস মির্জা যে,,, তা মিস্টার রবিন মির্জা কোথায়??

রুপঃ ওর একটু কাজ আছে তাই আসেনি।

আকাশঃ কাজ আছে নাকি নিজের হার মানতে কষ্ট হচ্ছে,,,,, 

রুপঃ তেমন কিছু না,,,

চাঁদঃ(এদের ফালতু কথাবারতা শোনার কোন মানেই হয় না। অন্যদিকে চলে এলাম। গেটের দিকে তাকিয়ে দেখি লিজা আপু আর মাহিন ভাইয়া কথা বলছে)

মাহিনঃ কেমন আছো লিজা??

লিজাঃ আমি ভালো আছি ভাইয়া,,, আপনি কেমন আছেন??

মাহিনঃ ভালো,,, তোমাকে মনে হয় মে,,,,,,

চাঁদঃ আপু ভাবি তোমাকে খুঁজছে।

মাহিনঃ আমিও সেটাই বলতে চাইছিলাম। 

লিজাঃ মেঘ কোথায়??

চাঁদঃ সুইমিংপুলের দিকে আছে,,সজীব ভাইয়া আর রুপ আপুও।

লিজাঃ ওকে আমি যাচ্ছি(যেতে যেতে)

মাহিনঃ রুপ আপু এসেছে??

চাঁদঃ হুম,,,,,

মাহিনঃ তুমি থাকো আমি দেখা করে আসি,,,,,

চাঁদঃ ভাইয়া আপনার সাথে আমার কথা আছে,,

মাহিনঃ কী কথা পিচ্চি??

চাঁদঃ আমাকে আপনার কোন দিক থেকে পিচ্চি মনে হয়?? (একটু সিরিয়াস মুড নিয়ে দাঁড়িয়ে) 

মাহিনঃ ও,,,ওকে পিচ্চি বলবো না। কী কথা আছে বলো??

চাঁদঃ আচ্ছা আমাকে ভালো করে দেখে বলুনতো আমি কী দেখতে খুব পঁচা(ঘুরে দেখিয়ে) 

মাহিনঃ পঁচা হবে কেন?? তুমিতো পরীর মতো দেখতে। যে কোন ছেলে একবার দেখলেই তোমার প্রেমে পড়ে যাবে।

চাঁদঃ তাহলে আপনি প্রেমে পড়েননি কেন?? আপনি আমাকে এড়িয়ে চলেন কেন??

মাহিনঃ এসব কী বলছো তুমি চাঁদ?? তোমার কী মাথা খারাপ হয়ে গেছে??

চাঁদঃ আপনি সত্যি বুঝতে পারছেন না আমি কী বলছি?? আপনি বুঝতে পারেন না আমি কী বলতে চাই??

মাহিনঃ তুমি পাগল হয়ে গেছো। আবোল তাবোল বলছো।(এখান থেকে চলে যেতে লাগলাম) 

চাঁদঃ (পেছন থেকে জড়িয়ে ধরলাম)  আপনি কেন বুঝতে চাইছেন না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি যখন লিজা আপু সাথে হেঁসে কথা বলছিলেন আমার মনে হচ্ছিল আমি আপনাকে হারিয়ে ফেলবো। তাই মনের কথা বলে দিলাম

মাহিনঃ (আমি জমে বরফ হয়ে গেছি। শরীরে এক বিন্দু শক্তি নেই মনে হচ্ছে। তবু নিজেকে সামলে চাঁদের হাত ধরে সামনে নিয়ে দাঁড় করালাম) চাঁদ আমাদের পরিচয় মাত্র ১ মাসের মতো। তুমি আমাকে দেখেছো ৪-৫ বার। এটা ভালোবাসা না চাঁদ এটা ভালোলাগা যা কিছু দিন পরই কেটে যাবে। আর তুমি আমাকে না আমার থেকে কয়েকগুণ বেশি ভালো কাউকে ডিজার্ভ করো। তাই এসব মাথা থেকে ঝেড়ে ফেলো। সময় হলে অনেক ভালো ছেলের সাথে তোমার বিয়ে দেবো(মিষ্টি হেঁসে মাথায় হাত বুলিয়ে চলে এলাম। আকাশ ভাইয়া এসব জানলে গন্ডগোল হয়ে যাবে। আর কখনো তোমার সামনেই আসবো না। তাহলে আমিও দূর্বল হয়ে যাবো)

চাঁদঃ আপনি আমাকে চেনেন না মিস্টার মাহিন হাসান। ছোটবেলা থেকে যখন যা চেয়েছি তাই পেয়েছি। আপনাকেও আমার চাই সেটা যেভাবেই হোক না কেন??

সজীবঃ( আমিও ছোটবেলা থেকে যা চেয়েছি তাই পেয়েছি। আর মেয়েদের না চাইতেও পেয়েছি। এই প্রথম কোন মেয়েকে ভালোবেসে বিয়ে করার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু তার মনে অন্যকারো বসবাস কীভাবে মানবো?? আমি ভালো না থাকলে তোমাদের কাউকে ভালো থাকতে দেবো না। মিসেস আকাশ চৌধুরী আমাকে সবার সামনে ছোট বানিয়ে সুখে সংসার করবে আমি বসে বসে দেখবো। মাহিন হাসান আমার ভালোবাসা কেরে ভালো থাকবে?? লাস্ট মিস চাঁদনি চৌধুরী আমার মন ভাঙার শাস্তি পেতে হবে তোমায়। তোমাদের জীবন আমি নরক করে ছাড়বো। ,,,,,,,,,,,,, রুপ ভাবি আকাশ চৌধুরী আর মেঘলার সাথে কথা বলছে সেই সুযোগে চাঁদনির সাথে কথা বলার জন্য ওর পিছনে এসেছিলাম। এখানে এসে এসব জানতে পারবো ভাবতেই পারিনি। চাঁদকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। মন ভাঙার কষ্ট আজ বুঝতে পারছি। চোখ মুছে চলে এলাম সেখান থেকে)

আকাশঃ কী ব্যাপার সবাই এসে গেছে আবিদ খান এখনো এলো না??

আবিদঃ আকাশ,,,,, এসে পড়েছি। 

আকাশঃ অসংখ্য ধন্যবাদ আমিতো ভাবলাম আসবেন না। 

আবিদঃ তোমার বাবা আমার বন্ধু ছিলো আর তুমি আমাকে এতো রিকোয়েস্ট করলে আসবো না??

আকাশঃ ধন্যবাদ আঙ্কেল,,,  মেঘলা এদিকে এসো।

মেঘলাঃ (রুপ আপু, লিজা আর আমি গল্প করছিলাম তখনই উনি ডাকলেন। পিছনে ফিরে আমার চোখ কপালে অস্পষ্ট স্বরে বলে উঠলাম) মামা,,,,

আকাশঃ আবিদ আঙ্কেল এ হচ্ছে আমার ওয়াইফ মেঘলা মনি। আর মেঘলা উনি আমার বাবার বন্ধু মিস্টার আবিদ খান।

রুপঃ(আবিদ খান নামটা শুনে পেছনে ফিরলাম। আজ তিন বছর পর এই মুখটা দেখলাম। কত শুকিয়ে গেছে,,, চেহারায় সেই রাগি ভাব নেই। আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে তোমাকে কষ্ট দিয়ে আমিও ভালো নেই বাবা)

মেঘলার মাঃ মেঘলা একটু শোন মাহিন নাকি,,,,,,,,,,,,,,,,,, (মাহিন বলছে ওর কাজ পড়ে গেছে চলে যাবে তাই মেঘলাকে বলতে এসেছিলাম। এখানে এসে এই মুখটা দেখবো কল্পনাও করতে পারিনি। ২৫ টা বছর পর এই মুখটা দেখলাম। চুল দাড়ি পেকেছে, গায়ের চামড়া কুচকে গেছে, চেহারার সেই রাগি মানুষের ছাপটা নেই। কত পরিবর্তন হয়ে গেছে ভাইয়া) ভাইয়া,,,,,

আবিদঃ আবিদা,,,,,,,,,,,,, রুপ,,,,,

চলবে,,,,,,,,,,

(অনেক ভাইয়া আপু ইনবক্সে মেসেজ পাঠিয়েছে। আমি সবার মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যদি গল্প সম্পর্কে মেসেজ হয়। অন্য প্রসঙ্গে কেউ মেসেজ করবেন না প্লিজ)

Continue Reading

Previous: বৃষ্টিময় প্রেম পর্ব ৬৫
Next: বৃষ্টিময় প্রেম পর্ব ৬৬

Related Stories

নয়নে লাগিল নেশা পর্ব ৫ মেহজাবীন চৌধুরী পিক
1 min read
  • নীল ক্যাফের গল্প গ্রুপ
  • নয়নে লাগিল নেশা

নয়নে লাগিল নেশা পর্ব ৫

01/06/2023
নয়নে লাগিল নেশা পর্ব ৪ মেহজাবীন চৌধুরী পিক
1 min read
  • নীল ক্যাফের গল্প গ্রুপ
  • নয়নে লাগিল নেশা

নয়নে লাগিল নেশা পর্ব ৪

31/05/2023
প্রিয়োসিনী পর্ব ২৮ মেহজাবিন চৌধুরী পিক
1 min read
  • নীল ক্যাফের গল্প গ্রুপ
  • প্রিয়োসিনী

প্রিয়োসিনী পর্ব ২৮

30/05/2023

Recent Posts

  • নয়নে লাগিল নেশা পর্ব ৫
  • কিছু জোড়া শালিকের গল্প পর্ব ৩০
  • অন্তর্হিত কালকূট পর্ব ২০
  • নয়নে লাগিল নেশা পর্ব ৪
  • কিছু জোড়া শালিকের গল্প পর্ব ২৯

Archives

  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • April 2022
  • January 2022
  • December 2021
  • October 2021
  • September 2021
  • August 2021
  • July 2021
  • June 2021

Categories

  • Golpo
  • Kobita
  • love story link
  • More Than Love
  • Picture Status
  • sad golper link
  • Uncategorized
  • অতৃপ্ত আত্মা
  • অনির কলমে আদ্রিয়ান
  • অন্তর্হিত কালকূট
  • অন্যরকম তুমি
  • অন্যরকম বউ
  • অরোনী তোমার জন্য
  • আত্মা
  • আমার তুমি
  • আমার তুমি সিজন ২
  • আমি পদ্মজা
  • আরশিযুগল প্রেম
  • ইট পাটকেল
  • ইসলামিক গল্প
  • উইল ইউ ম্যারি মি?
  • উপন্যাস
  • এক কাপ চা
  • এক প্রহর ভালোবাসা
  • এক মুঠো কাঁচের চুরি
  • এক মুঠো রোদ
  • এক সমুদ্র প্রেম
  • একটি ডিভোর্স লেটার
  • একটি রাতের গল্প
  • ওহে প্রিয়
  • কাঞ্চাসোনা
  • কালো বউ
  • কিছু জোড়া শালিকের গল্প
  • কোথাও কেউ ভালো নেই
  • ক্যান্সার যুদ্ধ
  • ক্যামেলিয়া
  • খুন
  • ঘেউলের সংসার
  • চার আনার জীবন
  • চিঠি
  • চিত্ত চিরে চৈত্রমাস
  • চেম্বার কথন
  • জলনূপুর
  • জানা অজানা
  • জীবন যখন যেমন
  • জীবনি
  • জ্বিন রহস্য
  • টু ফাইভ এইট জিরো
  • ডার্ক সাইট অফ এ বিউটিফুল লেডি
  • ডিভোর্স
  • ডিভোর্স পেপার
  • তিনি আমার সৎ মা
  • তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর
  • থ্রিলার নভেম্বর রেইন
  • দাম্পত্য সুখ
  • দেহ
  • দ্বিতীয় পুরুষ
  • দ্যা ব্লাক বুক
  • ধারাবাহিক গল্প লিংক
  • নবনী
  • নীল ক্যাফের গল্প গ্রুপ
  • নীল চিরকুট
  • নীলার শাশুড়ী
  • নয়নে লাগিল নেশা
  • পরগাছা
  • পরবাসী মেঘ
  • পাপ
  • পিশাচ দেবী
  • পিশাচ পুরুষ
  • পুকুর রহস্য
  • পৃথিবীর সেরা প্রেমের কবিতা
  • প্রণয়ের আসক্তি
  • প্রতিশোধ
  • প্রাণি জগত
  • প্রিয়োসিনী
  • প্রেমাতাল
  • প্রেমিক অপ্রেমিকের গল্প
  • ফিরতি উপহার
  • ফুলসজ্জা
  • ফ্রিজ
  • বজ্জাত বউ
  • বন্ধু
  • বিচ্ছেদ
  • বিমূর্ত প্রতিশোধ
  • বিশ্বাস অবিশ্বাস
  • বিয়ের চাপ
  • বৃষ্টিময় প্রেম গল্প
  • বৃহন্নলার ডিভোর্স
  • বেপরোয়া ভালোবাসা
  • ভাড়াটিয়া
  • ভাবির সংসার
  • ভালোবাসা রং বদলায়
  • ভুতের গল্প
  • ভ্যাম্পায়ার বর
  • ভয়ংকর নির্জন
  • ভয়ঙ্কর সেই মেয়েটি
  • মায়াবতী
  • মুভি
  • মেঘে ঢাকা আকাশ
  • মেঘের দেশে প্রেমের বাড়ি
  • যেদিন তুমি এসেছিলে
  • যেদিন তুমি এসেছিলে সিজন ২
  • রানিং গল্প
  • রুম নম্বর ৯০৯
  • রূপকথা
  • রোদ শুভ্রর প্রেমকথন
  • রোমান্টিক অত্যাচার
  • লিংক+রিভিউ
  • লিখিত পরীক্ষা দিয়ে বিবাহ
  • লেখক
  • শিমুল ফুল
  • শিশির বিন্দু
  • শিশিরের আদ্র
  • শেষ
  • শেষ পেইজ
  • শ্রাবন আধারে তুমি
  • সঙ্কোচ
  • সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে
  • স্যার i love you
  • হাসির গল্প
  • হীরের নাকফুল ও লাল বেনারসি
  • ১৬ বছর বয়স
  • ১৮ বছর বয়স

Trending News

নয়নে লাগিল নেশা পর্ব ৫ মেহজাবীন চৌধুরী পিক 1

নয়নে লাগিল নেশা পর্ব ৫

01/06/2023
কিছু জোড়া শালিকের গল্প পর্ব ৩০ ফুল ও প্রজাপতির ছবি 2

কিছু জোড়া শালিকের গল্প পর্ব ৩০

01/06/2023
অন্তর্হিত কালকূট পর্ব ২০ মেহজাবিন চৌধুরী পিক 3

অন্তর্হিত কালকূট পর্ব ২০

31/05/2023
নয়নে লাগিল নেশা পর্ব ৪ মেহজাবীন চৌধুরী পিক 4

নয়নে লাগিল নেশা পর্ব ৪

31/05/2023
কিছু জোড়া শালিকের গল্প পর্ব ২৯ ফুল ও প্রজাপতির ছবি 5

কিছু জোড়া শালিকের গল্প পর্ব ২৯

31/05/2023
ব্রেকাপ ভালোবাসার গল্প ব্রেকআপ হওয়ার গল্প পিক 6

ব্রেকাপ ভালোবাসার গল্প

30/05/2023
এক সমুদ্র প্রেম পর্ব ৫২ এক সমুদ্র প্রেম গল্প 7

এক সমুদ্র প্রেম পর্ব ৫২

30/05/2023

Categories

  • Golpo (246)
  • Kobita (36)
  • love story link (73)
  • More Than Love (18)
  • Picture Status (43)
  • sad golper link (22)
  • Uncategorized (12)
  • অতৃপ্ত আত্মা (14)
  • অনির কলমে আদ্রিয়ান (33)
  • অন্তর্হিত কালকূট (20)
  • অন্যরকম তুমি (58)
  • অন্যরকম বউ (6)
  • অরোনী তোমার জন্য (20)
  • আত্মা (5)
  • আমার তুমি (44)
  • আমার তুমি সিজন ২ (56)
  • আমি পদ্মজা (93)
  • আরশিযুগল প্রেম (65)
  • ইট পাটকেল (48)
  • ইসলামিক গল্প (8)
  • উইল ইউ ম্যারি মি? (10)
  • উপন্যাস (1,584)
  • এক কাপ চা (48)
  • এক প্রহর ভালোবাসা (20)
  • এক মুঠো কাঁচের চুরি (51)
  • এক মুঠো রোদ (50)
  • এক সমুদ্র প্রেম (57)
  • একটি ডিভোর্স লেটার (4)
  • একটি রাতের গল্প (8)
  • ওহে প্রিয় (49)
  • কাঞ্চাসোনা (15)
  • কালো বউ (35)
  • কিছু জোড়া শালিকের গল্প (30)
  • কোথাও কেউ ভালো নেই (15)
  • ক্যান্সার যুদ্ধ (3)
  • ক্যামেলিয়া (36)
  • খুন (5)
  • ঘেউলের সংসার (4)
  • চার আনার জীবন (4)
  • চিঠি (1)
  • চিত্ত চিরে চৈত্রমাস (30)
  • চেম্বার কথন (45)
  • জলনূপুর (6)
  • জানা অজানা (2)
  • জীবন যখন যেমন (20)
  • জীবনি (8)
  • জ্বিন রহস্য (6)
  • টু ফাইভ এইট জিরো (4)
  • ডার্ক সাইট অফ এ বিউটিফুল লেডি (8)
  • ডিভোর্স (4)
  • ডিভোর্স পেপার (3)
  • তিনি আমার সৎ মা (8)
  • তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর (42)
  • থ্রিলার নভেম্বর রেইন (4)
  • দাম্পত্য সুখ (14)
  • দেহ (8)
  • দ্বিতীয় পুরুষ (36)
  • দ্যা ব্লাক বুক (6)
  • ধারাবাহিক গল্প লিংক (32)
  • নবনী (9)
  • নীল ক্যাফের গল্প গ্রুপ (338)
  • নীল চিরকুট (71)
  • নীলার শাশুড়ী (6)
  • নয়নে লাগিল নেশা (5)
  • পরগাছা (6)
  • পরবাসী মেঘ (4)
  • পাপ (3)
  • পিশাচ দেবী (5)
  • পিশাচ পুরুষ (11)
  • পুকুর রহস্য (4)
  • পৃথিবীর সেরা প্রেমের কবিতা (5)
  • প্রণয়ের আসক্তি (41)
  • প্রতিশোধ (3)
  • প্রাণি জগত (1)
  • প্রিয়োসিনী (29)
  • প্রেমাতাল (57)
  • প্রেমিক অপ্রেমিকের গল্প (32)
  • ফিরতি উপহার (2)
  • ফুলসজ্জা (20)
  • ফ্রিজ (15)
  • বজ্জাত বউ (45)
  • বন্ধু (5)
  • বিচ্ছেদ (20)
  • বিমূর্ত প্রতিশোধ (10)
  • বিশ্বাস অবিশ্বাস (7)
  • বিয়ের চাপ (10)
  • বৃষ্টিময় প্রেম গল্প (76)
  • বৃহন্নলার ডিভোর্স (12)
  • বেপরোয়া ভালোবাসা (50)
  • ভাড়াটিয়া (20)
  • ভাবির সংসার (59)
  • ভালোবাসা রং বদলায় (4)
  • ভুতের গল্প (17)
  • ভ্যাম্পায়ার বর (26)
  • ভয়ংকর নির্জন (5)
  • ভয়ঙ্কর সেই মেয়েটি (5)
  • মায়াবতী (36)
  • মুভি (11)
  • মেঘে ঢাকা আকাশ (16)
  • মেঘের দেশে প্রেমের বাড়ি (10)
  • যেদিন তুমি এসেছিলে (51)
  • যেদিন তুমি এসেছিলে সিজন ২ (46)
  • রানিং গল্প (442)
  • রুম নম্বর ৯০৯ (4)
  • রূপকথা (17)
  • রোদ শুভ্রর প্রেমকথন (63)
  • রোমান্টিক অত্যাচার (17)
  • লিংক+রিভিউ (96)
  • লিখিত পরীক্ষা দিয়ে বিবাহ (4)
  • লেখক (5)
  • শিমুল ফুল (52)
  • শিশির বিন্দু (7)
  • শিশিরের আদ্র (23)
  • শেষ (3)
  • শেষ পেইজ (9)
  • শ্রাবন আধারে তুমি (22)
  • সঙ্কোচ (7)
  • সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে (8)
  • স্যার i love you (23)
  • হাসির গল্প (86)
  • হীরের নাকফুল ও লাল বেনারসি (5)
  • ১৬ বছর বয়স (44)
  • ১৮ বছর বয়স (32)

তালিকা

  • Home
  • Picture Status
  • Blog
  • Kobita
    • পৃথিবীর সেরা প্রেমের কবিতা
  • লেখক
  • লিংক+রিভিউ
    • love story link
    • sad golper link
  • রানিং গল্প 2
    • জলনূপুর
    • অন্তর্হিত কালকূট
    • সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে
    • ধারাবাহিক গল্প লিংক
    • মেঘের দেশে প্রেমের বাড়ি
    • এক মুঠো কাঁচের চুরি
    • নবনী
    • শেষ
    • শেষ পেইজ
    • বিমূর্ত প্রতিশোধ
    • শ্রাবন আধারে তুমি
    • লিখিত পরীক্ষা দিয়ে বিবাহ
    • কোথাও কেউ ভালো নেই
    • চিত্ত চিরে চৈত্রমাস
    • পরবাসী মেঘ
    • খুন
    • ভালোবাসা রং বদলায়
    • আত্মা
  • ভুতের গল্প
  • Golpo
    • জীবনি
    • ইসলামিক গল্প
    • প্রাণি জগত
    • জানা অজানা
    • হাসির গল্প
  • উপন্যাস
    • ওহে প্রিয়
    • ডার্ক সাইট অফ এ বিউটিফুল লেডি
    • স্যার i love you
    • বজ্জাত বউ
    • কিছু জোড়া শালিকের গল্প
  • নীল ক্যাফের গল্প গ্রুপ
    • নয়নে লাগিল নেশা
    • প্রিয়োসিনী
    • চিঠি
    • বেপরোয়া ভালোবাসা
    • শিশিরের আদ্র
    • মায়াবতী

Recent Posts

  • নয়নে লাগিল নেশা পর্ব ৫
  • কিছু জোড়া শালিকের গল্প পর্ব ৩০
  • অন্তর্হিত কালকূট পর্ব ২০
  • নয়নে লাগিল নেশা পর্ব ৪
  • কিছু জোড়া শালিকের গল্প পর্ব ২৯
  • Home
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • নীল ক্যাফের গল্প গ্রুপ

Copyright © All rights reserved by kobitor.com