1.Premer Kobita Bangla
যুক্তি বলে তোমাকে পাওয়া হাতের মধ্যে চন্দ্রকে পাওয়ার মতই দুঃসাধ্য, কিন্তু মন বলে তুমি আমার। মনের কথাই ঠিক, তুমি শুধুই আমার।
___ হুমায়ূন আহমেদ (বাদশাহ নামদার)
চলিতে চাহিয়াছিলে তুমি একদিন
আমার এ পথে — কারণ, তখন তুমি ছিলে বন্ধুহীন।
জানি আমি, আমার নিকটে তুমি এসেছিলে তাই।
তারপর, কখন খুঁজিয়া পেলে কারে তুমি! — তাই আস নাই
আমার এখানে তুমি আর!
___জীবনানন্দ দাশ
2.বিদেশি প্রেমের কবিতা
গল্প এখনো আগের মতোই, কিছুই হয়নি শোধ,
আমার এখানে বৃষ্টি এখনো, তোমার ওখানে রোদ।
___ সাদাত হোসাইন
যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে।
যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি।
আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি।
____হুমায়ূন আহমেদ
৩.পাগল করা প্রেমের কবিতা
যাত্রাভঙ্গ
___নির্মলেন্দু গুণ
হাত বাড়িয়ে ছুঁই না তোকে
মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না
এক কে করি দুই।
হেমের মাঝে শুই না যবে,
প্রেমের মাঝে শুই
তুই কেমন কর যাবি?
পা বাড়ালেই পায়ের ছায়া
আমাকেই তুই পাবি।
তবুও তুই বলিস যদি যাই,
দেখবি তোর সমুখে পথ নাই।
তখন আমি একটু ছোঁব
হাত বাড়িয়ে জড়াব তোর
বিদায় দুটি পায়ে,
তুই উঠবি আমার নায়ে,
আমার বৈতরণী নায়ে।
নায়ের মাঝে বসবো বটে,
না-এর মাঝে শোবো,
হাত দিয়েতো ছোঁব না মুখ
দুঃখ দিয়ে ছোঁব।
৪.বিষাদ প্রেমের কবিতা
আমি টাকা জমাচ্ছি। যেদিন অনেক টাকা হবে, সময় কেনার মতো টাকা, সেদিন কিছু সময় কিনে নেবো।
যারা প্রতি দিন, প্রতি মাস, প্রতি বছরে বলে যায়
‘খুব ব্যস্ত’
একদম সময় পাইনা
কাজের চাপে মনে থাকে না তাদের সে কেনা সময় ধার দেব।
সময় কেনা হয়ে গেলে, আমি আবার টাকা জমাবো।
এরপর কিনবো অজুহাত”পৃথিবীর সমস্ত অজুহাত কিনে জমা করবো।
সময়ের অভাবে, অজুহাতের কারণে,কেউ যেন আর প্রিয় মানুষদের ভুলে না যায় — তাই
অফুরন্ত সময় আর শূন্য অজুহাতের এক পৃথিবী বানাবো।।
___ সমরেশ মজুমদার
৫.অসহায় প্রেমের কবিতা
শহর ঘুমিয়ে গেলে জেগে থাকে যে চোখ ;
সেই চোখ জানে ভালোবাসা কত ভয়ানক অসুখ।
____মুহাম্মদ : রাকিব
আমি বলছি না ভালোবাসতেই হবে ,
আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।
আমি বলছি না ভালোবাসতেই হবে,
আমি চাই
কেউ আমাকে খেতে দিক ।
আমি হাতপাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না?
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি
আমি বলছি না ভলোবাসতেই হবে,
আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক
কেউ আমাকে কিছু খেতে বলুক
কাম-বাসনার সঙ্গী না হোক,
কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক :
‘তোমার চোখ এতো লাল কেন ?’
“তোমার চোখ এত লাল কেন”
___ নির্মলেন্দু গুণ