
শৈশবের স্মৃতি ছবি
আমি প্রেম করিনি
তবে ভালোবেসেছি
হাতে হাত ধরে ঘুরে বেড়াই নি
তবে স্বপ্নের রাজ্যে উড়ে বেড়িয়েছি
আমি প্রেম করিনি
তবে একটু ভালোবেসেছি
সারাদিন কথা বলিনি
তবে খুব করে মিস করেছি
আমি প্রেম করিনি
তবে একটু বেশি ভালোবেসেছি।
সারাদিন নিয়ম করে খোঁজ নেই নি
তবে একবার খোঁজ নেয়ার জন্য সারাদিন অস্থির হয়েছি
আমি প্রেম করিনি
তবে অনেকটা ভালোবেসেছি
চোখে চোখ রেখে হারিয়ে যাই নি
তবে হৃদয়ের স্পন্দন শুনতে পেয়েছি
আমি প্রেম করিনি
তবে ভীষণ ভাবে ভালোবেসেছি।
“আমি প্রেম করিনি”
__________©সাথী