৮২. বাবা ঠাকুর, ঘোষ মশাই, জনাদ্দন, কানুর মা, বংশী, বিপিন এরা কারা?
ক. পিসির জ্ঞাতি
খ. আহ্লাদির জ্ঞাতি
গ. মাসির জ্ঞাতি
ঘ. মাসি-পিসির প্রতিবেশী
উত্তর: ঘ
৮৩. জগু আহ্লাদিকে নিতে চায় কেন?
ক. যৌতুকের লোভে
খ. সম্পত্তির লোভে
গ. ভালোবেসে
ঘ. অনুতপ্ত হয়ে
উত্তর: খ
৮৪. মাসির শাশুড়ি-ননদ কিসের মতো ছিল?
ক. শিয়ালের
খ. কুকুরের
গ. বাঘের
ঘ. সাপের
উত্তর: গ
৮৫. মাসি-পিসি জীবিকার তাগিদে কিসের ব্যবসায় শুরু করে?
ক. কাপড়ের ব্যবসায়
খ. শাক-সবজির ব্যবসায়
গ. খড়ের ব্যবসায়
ঘ. হাঁস-মুরগির ব্যবসায়
উত্তর: খ
৮৬. আহ্লাদিকে একা রেখে কোথাও যেতে মাসি-পিসির সাহস হয় না কেন?
ক. একা পেয়ে কেউ তার ক্ষতি করবে ভেবে
খ. জগু তুলে নিয়ে যাবে ভেবে
গ. একা থাকতে আহ্লাদি ভয় পায় বলে
ঘ. তারা আহ্লাদিকে অনেক ভালোবাসে বলে
উত্তর: ক
৮৭. মাসি-পিসি সালতি নিয়ে কখন বাড়ি ফিরছিল?
ক. সকাল বেলায়
খ. বিকেল বেলায়
গ. শেষবেলায়
ঘ. সন্ধ্যা বেলায়
উত্তর: গ
৮৮. পিসি কৈলেশকে আসল কথা বলার তাগিদ দেয় কেন?
ক. বেলা নেই বলে
খ. মোদ্দাকথা শোনার অভিপ্রায়ে
গ. সময় নষ্ট হচ্ছে বলে
ঘ. আহ্লাদি উদ্বিগ্ন বলে
উত্তর: ক
৮৯. ‘মাসি-পিসি’ উভয়ই?
ক. সধবা নারী
খ. বিধবা নারী
গ. কুলীন নারী
ঘ. প্রিয়ংবদা নারী
উত্তর: খ
৯০. ‘সালতি’ বলতে কী বোঝায়?
ক. আম কাঠের বড় নৌকা
খ. তাল কাঠের সরু নৌকা
গ. পালতোলা নৌকা
ঘ. ইঞ্জিনের নৌকা
উত্তর: খ
৯১. মাসি ও পিসির আদরের কেন্দ্র কে?
ক. আহ্লাদি
খ. বাতাসি
গ. কৈলাশ
ঘ. কানাই
উত্তর: ক
৯২. খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ-
ক. মানবিকতা
খ. নমনীয়তা
গ. সামাজিকতা
ঘ. পুরুষতান্ত্রিকতা
উত্তর: গ
৯৩. আসন্ন যুদ্ধের জন্য মাসি-পিসি কী করে?
ক. কান্নাকাটি
খ. হাহাকার
গ. দৌড়াদৌড়ি
ঘ. আয়োজন
উত্তর: ঘ
৯৪. কোন গাছের ছায়ায় তিন-চারজন ঘুপটি মেরে বসে আছে?
ক. কাঁঠালগাছ
খ. আমগাছ
গ. বটগাছ
ঘ. কদমগাছ
উত্তর: ক
৯৫. বুড়ো রহমানের মেয়ে কোথায় মারা গেছে?
ক. বাবার বাড়িতে
খ. নৌকাডুবিতে
গ. পথে গাড়ি চাপায়
ঘ. শ্বশুরবাড়িতে
উত্তর: ঘ
৯৬. গল্পে মাসি-পিসি হাতের কাছে কী রাখে?
ক. লাঠি
খ. বঁটি
গ. দা ও কোদাল
ঘ. দা ও বঁটি
উত্তর: ঘ
৯৭. ‘অনেকটা পথ যেতে হবে কৈলেশ’- উক্তিটির মধ্যে কী ফুটে উঠেছে?
ক. সময়ের স্বল্পতা
খ. অভিপ্রায়
গ. অবহেলা প্রদর্শন
ঘ. মানুষের ভয়
উত্তর: ক
৯৮. বাপ-মা বেঁচে থাকলে আহ্লাদিকে কোথায় যেতে হতো বলে লেখক সন্দেহ করেছেন?
ক. বাপের বাড়ি
খ. মাসির বাড়ি
গ. শ্বশুরবাড়ি
ঘ. গোকুলের বাড়ি
উত্তর: গ
৯৯. আহ্লাদিকে মাসি-পিসি শ্বশুরবাড়ি পাঠানোর কথা চিন্তাও করতে পারে না কেন?
ক. স্বামী মাতাল বলে
খ. স্বামী পঙ্গু বলে
গ. স্বামী উদাস বলে
ঘ. স্বামী খুনে বলে
উত্তর: ঘ
১০০. ‘বেলা আর নেই কৈলেশ’- কথাটি কে বলেছে?
ক. মাসি
খ. পিসি
গ. আহ্লাদি
ঘ. রহমান
উত্তর: ক
১০১. মাসি-পিসি কোন একাদশীর জন্য উপোস করেছে?
ক. শুক্লপক্ষের
খ. পঞ্চমীর
গ. দ্বাদশী
ঘ. নবমী
উত্তর: ক
১০২. গল্পে নৌকা দিয়ে আসার সময় আহ্লাদির পরনে কী ছিল?
ক. নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি
খ. তাতের দামি রঙিন শাড়ি
গ. রঙিন পাড়ের সস্তা সাদা শাড়ি
ঘ. নকশা পাড়ের সস্তা নীল শাড়ি
উত্তর: ক
১০৩. গল্পে কৈলেশের জগুর পক্ষে কথা বলার কারণ –
ক. জগুর পরিচিত বলে
খ. জগুর প্রতিবেশী বলে
গ. জগুর আত্মীয় বলে
ঘ. জগুর বন্ধু বলে
উত্তর: ঘ
১০৪. ‘বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা।’- কথাটি কার সম্পর্কে প্রযোজ্য?
ক. কল্যাণীর
খ. বৃদ্ধের মেয়ে
গ. পদী
ঘ. মাসির ননদ
উত্তর: খ
১০৫. ‘পাল্লা দিয়ে মাসি-পিসি আহ্লাদির জীবনের জন্য লড়েছিল।’- এখানে মাসি-
পিসির মধ্যে কী প্রকাশ পেয়েছে?
ক. প্রতিজ্ঞা
খ. করুণা
গ. অনুরাগ
ঘ. ভালোবাসা
উত্তর: ঘ
১০৬. ‘অত্যাচারী স্বামী, লালসা উন্মত্ত জোতদার ও দারোগার বিরুদ্ধে মাসি-পিসির কোন দিকটি প্রশংসনীয়?
ক. দায়িত্বশীল মানবিক জীবনযুদ্ধ
খ. সংগ্রামী মানস
গ. জীবন পরিচালনায় কঠিন সংগ্রাম
ঘ. নিপীড়িত আহ্লাদির প্রতি মাতৃপ্রেম
উত্তর: ক
১০৭. ব্যঞ্জন বলতে বোঝায়-
ক. জটিল কর্মকাণ্ড
খ. রান্না করা তরকারি
গ. বহুবিধ জিনিস
ঘ. বর্ণমালা বিশেষ
উত্তর: খ
১০৮. কৈলেশ কোন বয়সী মানুষ?
ক. বেশী বয়সী
খ. মাঝ বয়সী
গ. প্রৌঢ়
ঘ. বৃদ্ধ
উত্তর: খ
১০৮. কৈলেশ কোন বয়সী মানুষ?
ক. বেশী বয়সী
খ. মাঝ বয়সী
গ. প্রৌঢ়
ঘ. বৃদ্ধ
উত্তর: খ
১০৯. ওঠানামার পথে ওরা কাদায় খড় ফেলে দিয়েছে কেন?
উত্তর: খ
ক. চলাচলের সুবিধার জন্য
খ. খড় অনেক বেশি বলে
গ. কাজে ফাঁকি দেওয়ার জন্য
ঘ. মালিকের প্রতি রাগের কারণে
উত্তর: ক
১১০. আহ্লাদির ফ্যাকাশে মুখে মেয়ের ছায়া দেখতে পান কে?
ক. রহমান
খ. জগু
গ. গোকুল
ঘ. কানাই
উত্তর: ক
১১১. নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে – কার?
ক. মাসির
খ. জগুর
গ. আহ্লাদির
ঘ. পিসির
উত্তর: গ
১১২. কাদের সেবা যত্নে মৃত্যুপথযাত্রী আহ্লাদি বেঁচে গিয়েছিল?
ক.পিতা-মাতার
খ. মাসি-পিসির
গ. পাড়া-প্রতিবেশীর
ঘ. ননদ-শাশুড়ির
উত্তর: খ
১১৩. ‘ভাঁওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব।’ – ‘ভাঁওতা’ শব্দের প্রতিরূপ হলো –
ক. ভয়
খ. চালবাজি
গ. প্রতারণা
ঘ. হুমকি
উত্তর: খ
১১৪. ‘তোর মেসো ঠিক ছিল, শাউড়ি-ননদ ছিল বাঘ।’ – এখানে বাঘ কী অর্থে ব্যবহৃত হয়েছে –
ক. অমানবিক
খ. হিংস্র
গ. নিষ্ঠুর
ঘ. ক্রুদ্ধ
উত্তর: গ
১১৫. ‘মাথায় তুলে রাখা’ মানে-
ক. মাথার মধ্যে মারা
খ. খুব আদর-যত্ন করা
গ. বাড়িতে আশ্রয় দেওয়া
ঘ. ঘৃণা-অবহেলা করা
উত্তর: খ
১১৬. বাইরে দিন কাটলেও আহ্লাদির কোনো পরিশ্রম হয়নি কেন?
ক. শুয়ে বসে ছিল বলে
খ. মাসি-পিসি কাজ করতে দেয়নি বলে
গ. মাসি-পিসি নিজেরাই নৌকা চালিয়েছে বলে
ঘ. আহ্লাদি নিজে থেকে কোনো কাজ করতে চায়নি বলে
উত্তর: খ
১১৭. জগু এলে মাসি-পিসি আহ্লাদিকে আনন্দের অভিনয় করতে শিখিয়ে দিতে চায় কেন?
ক. জামাইকে শান্ত রাখতে
খ. যাতে আহ্লাদিকে না নিতে চায় সেজন্য
গ. জামাইকে গোকুলের বিরুদ্ধে চড়াও হতে
ঘ. জগু যাতে মামলা না করে সেজন্য
উত্তর: খ
১১৮. রান্না সেরে খাওয়ার আয়োজনের সময় বাইরে থেকে কার হাঁক আসে?
ক. কৈলেশের বাবুর
গ. গোকুলের
খ. ওসমান বৈদ্যের
ঘ. কানাই চৌকিদারের
উত্তর: ঘ