কবিতা – সোনালী ডানার চিল
একটু একটু করে ভুলে যাচ্ছি সব।
ভুলে যাচ্ছি চেনা অবয়ব ;
প্রিয় মাটির ঘ্রাণ, ধানসিঁড়ির গান।
ফেলে আসা রথ, মধুর শৈশব।
একটু একটু করে ভুলে যাচ্ছি সব।
কি যে ছিল নেশা,
ডাঙ্গগুলি আর হাডুডু খেলা।
ঘোলা নদীর পানি,
নড়বড়ে ভেলা আনি
ভাসিয়ে ভাসিয়ে
ডুব সাঁতারে কাটাতাম বেলা।
কৃষাণীর চোখে অপরূপ প্রিয়া ;
হেমন্তের ধান, পিঠা পুলি প্রাণ
বৈশাখের মেলা,
পুতুল নাচ আর বায়স্কোপে
সময় বয়ে চলা।
একটু একটু করে ভুলে যাচ্ছি সব।
ভুলে যাচ্ছি মায়ার টান, আঁচলের ঘ্রান,
রূপকথার বর, জোছনার সরোবর।
ঐ যে দ্যাখ — ছুটে চলছে সময়,
দুরন্ত সাইকেল,
সোনালি ডানার চিল ।
পেছনে ফেলে হাওড় খাল বিল।
ধূলো মাখা পথ,
বৃষ্টির ধ্বনি।
লাল মোরগের ঝুঁটি।
ভেলা বিস্কুট আর মদন মোহনের
দই মিষ্টি রুটি।
একটু একটু করে ভুলে যাচ্ছি সব।
এখন এখানে কংক্রিটের ঘ্রাণ,
গুমোট আবহাওয়া,
বিষাদবাতাস, বাষ্পঘন দীর্ঘশ্বাস।
মায়া মাখা স্বর
হাক ছেড়ে ডাক দিয়ে বলে না —
অনেক তো হলো, এবার বাড়ি চল।
S.I ZITU