রোদ শুভ্রর প্রেমকথন পর্ব ৬১
‘ আমার তোর গাল বরাবর শক্ত একটা থাপ্পড় দিতে ইচ্ছে করছে। কাছে আয়। তোর গালে এই মুহূর্তে ঠাটিয়ে একটা চড় মারবো।’
‘ কাছে গেলেও আপনি আমাকে চড় মারতে পারবেন না।’
শুভ্র ভাই অবাক হয়ে বললেন,
‘ কেন পারবো না?’
‘ কারণ, আমি এখন আর বাচ্চা নেই। নাও, আই অ্যাম অলমোস্ট টোয়েন্টি। যুবতী মেয়েদের প্রতি পুরুষদের অন্যরকম মায়া থাকে। চাইলেই চড় মারতে পারে না।’
‘ খুব পুরুষ বিশারদ হয়ে গিয়েছিস আজকাল! কতজন পুরুষের সাথে পরিচয় আছে তোর?’
‘ পুরুষ বিশারদ হতে মেয়েদের অনেক পুরুষের সাথে পরিচয় থাকতে হয় না। তারা এমনিতেই অনেক কিছু জানে। এই যেমন আমি জানি, আপনার ওয়ালেটের সাইড পকেটে যে মেয়েটির ছবি আছে। আপনি চাইছেন সেই মেয়েটি আপনার পাশে এসে বসুক। আপনি তার হাত ধরে বলতে চান, আমি জলদি ফিরে আসবো। এন্ড দেন আই উইল গিফ্ট ইউ আ সুইট লিটল প্রিন্সেস। তোমাকে ছাড়া আমার জাপানে মন বসবে না।’
শুভ্র ভাই অবাক চোখে আমার দিকে চেয়ে রইলেন। অপ্রস্তুত হয়ে চোখ ফিরিয়ে নিলেন। কিছু বলবেন বলে প্রস্তুতি নিতেই আমি বললাম,
‘ কিন্তু আপনি তাকে কথাটা বলবেন না। কথাটা বলতে আপনার অস্বস্তি হচ্ছে। আপনি তাকে কথাটা কাগজে লিখে পাঠাবেন। আমি কী ঠিক বলেছি?’
শুভ্র ভাই উত্তর দিলেন না। আমি শুভ্র ভাইয়ের পাশে গিয়ে বসলাম। আস্তেধীরে উনার হাত ধরলাম। দুই হাতে উনার বাহু জড়িয়ে নিঃসংকোচে মাথা রাখলাম কাঁধে। দীর্ঘ একটা শ্বাস ফেলে বললাম,
‘ সেই মেয়েটিও আপনাকে বলবে না, আপনি কতটা অদ্ভুত, কতটা অসহ্য। আপনি তাকে কতো অত্যাচার করেন! কিন্তু স্টিল, শী লাভস্ ইউ। শী লাভস্ ইউ লাইক দ্য স্কাই।’
রোদ শুভ্রর প্রেমকথন সম্পূর্ণ গল্পের লিংক
https://kobitor.com/rodsuvro/