আমাকে মনে রাখবে কেন!
আমাকে মনে রাখলে
মুহুর্তে মুহুর্তে অস্থিরতায় ছটফটিয়ে উঠবে তুমি,
হারিয়ে ফেলার থেকেও অন্যের হয়েছি ভেবে বুক কেপে উঠবে অচিরেই।
কাজে আলস্য ভর করবে,
মনোযোগী ক্লাসরুমে পড়বে অমনোযোগের ছায়া।
কেন মনে রাখবে আমায়!
মনে রাখলে রাতের পর রাত চোখেরা দ্বিধান্বিত হবে,
ঘুম ভরা চোখে ‘আমাকে মনে রেখে দেয়ার আমিটা’ তোমাকে ঘুমাতে দেবে না।
আমাকে মনে রাখলে খাবারের রুচিবোধ নাই হবে,
ক্ষুধার্ত হয়ে ক্লান্ত হবে তবু……
তবু খেতে পারবে না,
আমাকে মনে রাখার স্মৃতি তোমাকে গিলে খাবে।
কেন মনের ভেতর রাখবে আমাকে!
ভুলে যাও,
ভুলে গিয়ে নিজেকে একটু স্বস্তি দাও,
কিছুদিন ঘুমিয়ে নাও শান্তির ঘুম ;
আমাকেও দাও তোমাকে ভোলার অনুপ্রেরণা।
___কাজী ইশরাক জাহান