১.পুরুষ মানুষ কবিতা
পুরুষের সৌন্দর্য তার চ’রিত্রে
পুরুষের সৌন্দর্য তার সুন্দর দৃ’ষ্টিতে
পুরুষের সৌন্দর্য তার বী’রত্বে
পুরুষের সৌন্দর্য তার ব্য’ক্তিত্বে
পুরুষের সৌন্দর্য তার দা’য়িত্বে
পুরুষের সৌন্দর্য তার ম’নুষ্যত্বে
পুরুষের সৌন্দর্য তার ক’র্তব্যে
পুরুষের সৌন্দর্য তার মা’ধুর্যে
পুরুষের সৌন্দর্য তার দৃঢ়তায়
পুরুষের সৌন্দর্য তার ধৈর্যশীলতায়
পুরুষের সৌন্দর্য তার বিনয়ে
পুরুষের সৌন্দর্য তার ভালো থাকার অ’ভিনয়ে
পুরুষের সৌন্দর্য তার প’রিশ্রমে।
পুরুষের সৌন্দর্য তার সংযমে
পুরুষের সৌন্দর্য তার সত্যবাদীতায়,
পুরুষের সৌন্দর্য তার ন্যা’য়পরায়ণতায়,
পুরুষের সৌন্দর্য তার আ’চারে
পুরুষের সৌন্দর্য তার ব্যবহারে
পুরুষের সৌন্দর্য তার নৈ’তিক মূ’ল্যবোধে
পুরুষের সৌন্দর্য তার আ’ত্মসম্মানবোধে
পুরুষের সৌন্দর্য তার শান্তস্বভাবে
পুরুষের সৌন্দর্য তার প্রো’টেকটিভ অ্যা’টিটিউডে
পুরুষের সৌন্দর্য সব পরিস্থিতিতে নারীর প্রতি সম্মান অটুট রাখায়
পুরুষের সৌন্দর্য তার উ’পার্জনের টাকায়
পুরুষের সৌন্দর্য তার নিঃস্বার্থ ভালোবাসায়
পুরুষের সৌন্দর্য তার ভালো রাখায়
পুরুষের সৌন্দর্য তার ক’ষ্ট লু’কানোতে
পুরুষের সৌন্দর্য তার আ’গলে রাখাতে
পুরুষের সৌন্দর্য তার ক’র্মে
পুরুষের সৌন্দর্য তার ধ’র্মে
“পুরুষের সৌন্দর্য”
কলমেঃ রুমা রাণী ঘোষ
২.কষ্টের কবিতার লাইন
জন্মিলে মরিতে হয়,
আকাশে প্রস্তর নিক্ষেপ করিলে,
তাহাকে ভূমিতে পড়িতে হয়,
খুন করিলে ফাঁসিতে যাইতে হয়,
চুরি করিলে কারাগারে যাইতে হয়,
তেমন ভালোবাসিলে কাঁদিতে হয়—-
অপরাপরের মতো ইহাও একটি জগতের নিয়ম।
____শরৎচন্দ্র চট্টপাধ্যায়
৩.বিরহের কষ্টের কবিতা
কোনো এক বিষন্ন দুপুরে
যদি আমাকে মনে পড়ে-
দু’ফোটা জল আসে
চোখের কোনে-
শোনো, আমার প্রিয়তম!
তুমি ওদের ঝরতে দিও।
যদি কখনও
নৈরাশায় বাঁচে জীবন
তুমি হতাশ হয়ো না।
তুমি শূন্যদৃষ্টিতে চেয়ো আকাশের পানে,
জেনে রেখো, আমি আছি
মুখরিত পাখিদের কলতানে।
যদি কোনো এক অলস বিকেলে
স্মৃতিরা পাখনা মেলে
তোমার মনের আঙিনায়-
ওদের বন্দী করো না,
আর নতুন কোনো ছলনায়।
শোনো আমার প্রিয়তম
তুমি ওদের উড়তে দিও।
যদি কখনও বিষাদের রাত আসে
চাঁদটাও বিদ্রুপের হাসি হাসে
তারাদের মেলা দেখো আপন মনে,
গুন গুন করে গান গেয়ো আনমনে।
তখন যদি মনে পড়ে আমায়,
সন্ধ্যে তারাটার দিকে চেয়ে দেখো
কি প্রগাঢ় অভিমানে ও দেখছে তোমায়।
শিল্পী
৪.প্রেমের কষ্টের কবিতা
তোমাকে যদি কেউ ছেড়ে চলে যায়
তাহলে দুঃখ পেও না।
তুমি কাউকে অনেক ভালোবাসো
কিন্তু সে তোমাকে দিনের পর দিন অবহেলা করছে,
তাতেও দুঃখ পেও না।
তোমার জীবনের যাবতীয় যত দুঃখ সে সবের জন্য দুঃখ পেও না।
তুমি গল্পের বই পড়ো,পড়ো; সুনীল,রবীন্দ্র,জীবনানন্দের কবিতা।
তুমি হাসো, তুমি মুখ লুকিয়ে কাঁদো।
তুমি বাতাসে কান পেতে থাকো,
জীবনের মানে কি তা বোঝো।
তোমার মনে আছে ; তোমার শৈশব কতটা সুন্দর ছিলো?
তুমি শৈশবের দিনগুলোই দেখ না,
কত দ্রুত এগিয়ে এসেছো সেখান থেকে!
তেমনি জীবনের দুঃখ, কষ্টগুলো জীবনে দ্রুত আসে আর চলেও যায় এটা তোমাকে বুঝতে হবে।
তোমাকে প্রকৃতির রূপ মেনে নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে।
জীবন তো তখনই সুন্দর হবে যখন তুমি তোমার জীবনকে ভালোবাসবে।
তখন বেঁচে থাকার হাজারটা কারণ তুমি খুঁজে পাবে।
হাফসা আহমেদ মুন
৫.না পাওয়া ভালোবাসা কবিতা
ভালোবাসার বিজ্ঞাপন
___মিজাহারুল ইসলাম
প্রেম হোক বা না হোক-
জীবনে অন্তত ভালোবাসবার মতো একজন মানুষ থাকা প্রয়োজন।
প্রেম করবার জন্য তোমাদের যেমন একজন উত্তম প্রেমিক,
উৎকৃষ্ট প্রেমিকা প্রয়োজন;
ভালোবাসবার জন্য আমার তেমনটি প্রয়োজন নেই।
আমাকে ভালোবাসতে হবে এমন কথাও বলছি না।
আমি শুধু ভালোবাসবার মতো একজন মানুষ চাই।
কোন বিষন্ন বেলায় যদি বিষিয়ে ওঠে মন, হঠাৎ তার কথা ভেবে যেনো একটু স্বস্তি পাওয়া যায়।
দহন দুপুরে যদি বিধবস্ত লাগে;
তার ছবি দেখে যেনো প্রাণের উচ্ছ্বাস ফিরে পাওয়া যায়৷
ক্লান্ত বিকেল যদি বুক ভারি হয়ে আসে;
তার স্মৃতি মনে করে যেনো একটু হেসে নেয়া যায়।
আমাকে ভালোবাসতে হবে এমনটি বলছি না-
গুমোট অন্ধকার যদি গিলে ফেলে চারপাশ, কেউ না থাকে পাশে;
তার কথা ভেবে যেনো মন সাহস ফিরে পায়৷
ভরা বর্ষায়
শ্রাবণের ভেজা রাতে,
যদি কখনো একা লাগে
তার কথা ভেবে যেনো হৃদয় উষ্ণতা ফিরে পায়।
আমি শুধু ভালোবাসবার মতো একজন মানুষ চাই-
যদি কখনো মাঝরাতে ঘুম ভেঙে যায়, দম আটকে আসে;
প্রথম ভাবনাতেই সে যেনো আসে,
আধারের রাত শেষে ভোরের প্রার্থণাতে তার মুখ যেনো ভাসে।